ছবি : সংগৃহীত

সকাল থেকেই আকাশ মেঘলা। বেলা গড়িয়ে ম্যাচ শুরু হতেই নেমে আসে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। খানিকক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয় ম্যাচ। তবে উইকেট হয়ে পড়ে মন্হর, বোলারদের জন্য হয়ে যায় স্বর্গ। যার সৎ ব্যবহার ভালোভাবেই করেছে বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাদের গুঁড়িয়ে দিয়েছে মাত্র ১২৫ রানে। বোলারদের নিয়েও তাই কোনো অভিযোগ নেই জাতীয় দলের নেতৃত্ব দিয়ে প্রথম জয় পাওয়া তামিম ইকবালের। সব বোলারকে নিয়েই সন্তুষ্ট এই ওপেনার। 

তিনি বলেন, ‘অবশ্যই কোনো অভিযোগ নেই, আমরা দারুণ বোলিং করেছি। শুধুমাত্র স্পিনাররা নয় বরং ফিজ যেভাবে শুরু করেছে তাও খুব ভালো ছিল। রুবেলও বেশ ভালোই করেছে। আর হাসান তো খুবই সুন্দর বোলিং করেছে। জরুরি উইকেটগুলো সঠিক সময়ে তুলে নিয়েছে। আর স্পিনারদের মধ্যে সাকিব উজ্জ্বল ছিল। মেহেদীও ভালো করেছে।’

উইকেটের যেমন সুবিধা নিয়েছে বাংলাদেশ। ভুগেছে নিজেদের ব্যাটিংয়ের সময়ও। অল্প রানের লক্ষ্যে খেলতে নেমেই হারিয়েছে চার উইকেট। তবে উইকেট হঠাৎই বদলে গেছে বলে মনে করেন তামিম। এই উইকেটের জন্য আবহাওয়াকেই দুষলেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমার মনে হয় উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। আক্রমণাত্বক ব্যাটিং করতে চাইলেও সেটি সম্ভব ছিলো না। আবহাওয়ার কারণে উইকেট কঠিন হয়েছে। যখন আমি উইকেট দেখেছিলাম আমার মনে হয়েছিল ভালো খেলা হবে। কিন্তু সারাদিন রোদ ছিলো না তাই এর দোষ কাউকে দেয়া যাবেনা। এমন উইকেটে গিয়েই ব্যাট চালানো সম্ভব না। আমার মনে হয় সবারই ধৈর্য নিয়ে ব্যাটিং করতে হয়েছে।’

এমএইচ