ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের সিরি’আয় জুভেন্তাসের সময়টা ভালো কাটছে না। তবে সেটা মৌসুমের প্রথম শিরোপাজয়ের পথ আগলে দাঁড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোদের। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ন্যাপোলিকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপাটা ঘরে তুলেছে কোচ আন্দ্রেয়া পিরলোর দল। 

মাপেই স্টেডিয়ামে বুধবার রাতে প্রথমার্ধে অবশ্য জুভেন্তাস ছিল নিজেদের ছায়া হয়ে, রোনালদো নিজেও ছিলেন দলের মতোই বিবর্ণ। তাতে গেল জুনের ইতালিয়ান কাপ ফাইনালে হারের দুঃস্বপ্ন আবারও মাথাচাড়া দিয়ে উঠছিল বেশ। সেবার টাইব্রেকারে লরেঞ্জো ইনসিনিয়েদের কাছে হেরেছিল জুভেন্তাস।

তবে সে দুঃস্বপ্নকে আবারও দলের পথ রুখে দাঁড়াতে দেননি রোনালদো। ৬৪ মিনিটে ফ্রেদেরিকো বার্নাদেস্কির করা কর্নার থেকে তার গোল এগিয়ে দেয় জুভেন্তাসকে। ন্যাপোলির সমতায় ফেরার আশা অবশ্য জেগেছিল ৭৮ মিনিটে। ওয়েস্টন ম্যাককেনির ফাউলের শিকার হন ড্রাইস মের্টেন্স, ভিএআর যাচাইয়ের পর পেনাল্টি পায় ন্যাপোলি। কিন্তু ইনসিনিয়ে সুযোগটা কাজেই লাগাতে পারলেন না, শটটা বেরিয়ে গেল পোস্টের বাইরে দিয়ে। 

ম্যাচে যত অনিশ্চয়তা ছিল, সব উবে যায় যোগ করা সময়ে। গোলের জন্য মরিয়া ন্যাপোলি সর্বাত্মক আক্রমণে ওঠে। সুযোগ পেয়ে প্রতি-আক্রমণে উঠে আসে জুভেন্তাস। হুয়ান কুয়াদ্রাদোর স্কয়ার করা বলে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে নিশ্চিত হয় জুভেন্তাসের ইতালিয়ান সুপার কাপ জয়। কোচ আন্দ্রেয়া পিরলোও জিতে নেন কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপাটি। 

জুভেন্তাস কোচ খেলোয়াড়ি জীবনে জিতেছেন অনেক শিরোপা। তবে এই শিরোপাজয়কে তিনি দেখছেন সেসব থেকেও বড় করে!  

শিরোপা জেতাটা সবসময়ই আনন্দের, এটা খেলোয়াড় হিসেবে জেতার চেয়েও বেশি সুন্দর।

আন্দ্রেয়া পিরলো, জুভেন্তাস কোচ

ফাইনালে দুই দলই গোলের সুযোগ নষ্ট করার পসরা সাজিয়ে বসেছিল। তবে কোচ পিরলো দিনশেষে জয়টাকেই প্রাধান্য দিলেন। বিশেষ করে, আগের ম্যাচে ইন্টারের কাছে হারের পর তো অবশ্যই। রাই স্পোর্টসকে তিনি বলেন, ‘সুন্দর ফাইনাল দেখাটা কষ্টসাধ্য। ইন্টারের বিপক্ষে হারের পর জয়টাই মূখ্য হয়ে দাঁড়িয়েছিল। নিজেদের গর্বের জায়গাটাকে দেখানোর দায় ছিল আমাদের।’

নিজেদের পরবর্তী ম্যাচে জুভেন্তাস সিরি’আয় খেলবে আগামী রোববার। সেদিন লিগে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে বোলোনিয়ার আতিথ্য নেবে দলটি।

এনইউ/এটি