বন্দিদশা শেষে মুক্তি, কুমিল্লা যাচ্ছেন সহকারী কোচ
প্রধান কোচ জেমি ডের সঙ্গে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস/ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের আইসোলেশন পর্ব শেষ হয়েছে গতকাল বুধবার। ৭ জানুয়ারি লন্ডন থেকে ঢাকায় পৌঁছে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন জেমি ডে’র এই সহকারী। হোটেলে বন্দিদশা কাটিয়ে বৃহস্পতিবারই সশরীরে দায়িত্বে নেমে পড়ছেন। কুমিল্লায় ঢাকা মোহামেডান ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ দেখতে যাচ্ছেন স্টুয়ার্ট।
জাতীয় দলের হেড কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন ১৪ জানুয়ারি। জেমি ডে আইসোলেশন কাটিয়ে ২৮ জানুয়ারি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবেন।
বিজ্ঞাপন
আমরা অনলাইনে ও টিভিতে খেলা দেখছিলাম। আজ থেকে স্টুয়ার্ট মাঠে গিয়ে খেলা দেখবে। ঢাকায় আজ ২ টি ম্যাচ। তবে এরপরও স্টুয়ার্ট কুমিল্লায় যাবে। কারণ ঢাকার বাইরের লিগে প্রথম ম্যাচ ও মোহামেডান-সাইফে জাতীয় ফুটবলার রয়েছে কয়েকজন। আমিও আগামী সপ্তাহে থেকে মাঠে গিয়ে খেলা দেখব।
ঢাকা পোস্টকে বাংলাদেশ কোচ জেমি ডে
জাতীয় ক্রিকেট দলের ব্রিটিশ ব্যাটিং কোচ লুইস বিশেষ বিবেচনায় চার দিন কোয়ারেন্টিনে থেকে দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। বাফুফে অবশ্য আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা না থাকায় কোচদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে বিশেষ অনুরোধ করেনি। স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করে বাফুফে সরকারি নির্ধারিত হোটেলের পরিবর্তে তাদের নিজস্ব ব্যবস্থাপনার হোটেলে রেখেছে।
বিজ্ঞাপন
এজেড/এটি