ছোট অথচ নান্দনিক আয়োজনে সাফ শুরুর মঞ্চটা রাঙাল স্বাগতিকরা
সাফ চ্যাম্পিয়নশিপে সাধারণত বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান হয় না। প্রথমবারের মতো এককভাবে সাফের আয়োজক হওয়া মালদ্বীপ সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান করেছে।
মালদ্বীপ-নেপাল ম্যাচটি ছিল স্থানীয় সময় রাত নয়টায়। সেই ম্যাচের পনের মিনিট আগে সাত মিনিটের ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান হয়।
বিজ্ঞাপন
মাঠের চার পাশ থেকে সাংস্কৃতিক কর্মীরা প্রবেশ করলেন মালদ্বীপের চিরাচরিত পোষাকে। মাঠের সেন্টারে সাফের ব্যানার নিয়ে গোল হয়ে দাঁড়ান পতাকা হাতে নিয়ে। ডান দিকের সাইডলাইনে কৃত্রিম মেঘও দেখানো হয়। সেই মেঘ খানিকটা জমে ঝরে পড়ল বৃষ্টি হয়েও। কয়েক মিনিট এই ডিসপ্লে দেখানো হয়।
বিজ্ঞাপন
এই ডিসপ্লে শেষ হওয়ার পর মাঠ থেকে ধীরে ধীরে বেরিয়ে যান সাংস্কৃতিক কর্মীরা। সাত মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হলেও এর মধ্যে আয়োজকরা মালদ্বীপের আবহাওয়া, কৃষ্টি, ভৌগলিক সৌন্দর্য্য দেখিয়েছেন।
সাফের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। প্রথমবারের মতো একক আয়োজক হয়ে সফল আয়োজন করতে পারলেও আয়োজক হিসেবেও তাদের চ্যাম্পিয়ন হবে দ্বীপরাষ্ট্রটি।
এজেড/এনইউ