দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের শতভাগ জয়ের রেকর্ড ভেঙে গেছে। নয়টি টানা জয়ের পর সেলেসাওরা আজ কলম্বিয়ার বিপক্ষে করেছে ড্র। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানো বারাঙ্কিলায় ব্রাজিল বদলের দখল রেখেও জিততে পারেনি গোলমুখে ব্যর্থতার কারণে। ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রেড রীতিমতো একে দেখলেন ‘পাপ’ হিসেবেই!

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমরা ভালোই খেলেছি। তবে আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের কাজ করে যেতে হবে। কোপা আমেরিকা থেকেই কাজটা কঠিন হয়ে আসছে। আমরা আজ ভালোভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। চূড়ান্ত কাজটার সময় আমরা পাপ করেছি। তবে সেটা একপাশে রাখলে আমরা ভালো খেলেছি।’

ব্রাজিল দল এদিন শট করেছে নয়টি। যার চারটি ছিল লক্ষ্যে। ম্যাচের সেরা সুযোগটা পেয়েছিল দ্বিতীয়ার্ধে, শেষ বাঁশির ৭ মিনিট আগে। কিন্তু সেটাও রুখে দিয়েছেন কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনা। 

ফ্রেড বলেন, ‘আমরা সবসময়ই গোলের সুযোগ খুঁজেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা ড্র করেছি। এমন কিছু আমরা চাইনি। কাতার বিশ্বকাপে উতরে যাওয়ার খুব কাছাকাছি আছি আমরা। বাছাইপর্ব সহজ নয় মোটেও। এখন পর্যন্ত আমাদের বাছাইপর্ব বেশ ভালো কাটছে। তবে আজকের ফলাফলটা মোটেও আমরা কামনা করিনি, তবে আমরা ভালো খেলেছি। আজকে আমাদের কঠিন একটা ম্যাচ ছিল। কলম্বিয়ার বেশ ভালো কিছু খেলোয়াড় আছে।’

এই ড্রয়ের পরও ব্রাজিল আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষেই। দশ ম্যাচ খেলে তারা জিতেছে নয়টিতেই, আজকের ম্যাচে করেছে ড্র। ফলে বাছাইপর্ব থেকে তাদের সংগ্রহ দাঁড়াল ২৮ পয়েন্ট। আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে।

এনইউ/এটি