মালদ্বীপের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ মাফুসি দ্বীপে তারিক, জামাল, ও ইয়াসিন/ঢাকাপোস্ট

পর্যটনের দেশ মালদ্বীপ। মালদ্বীপে আগত পর্যটকদের আগ্রহ থাকে মালের কাছের দ্বীপ মাফুসিতে। মহাসাগরের মধ্যে বিভিন্ন রাইডও রয়েছে মাফুসিতে। সেই জনপ্রিয় দ্বীপ মাফুসিতে গিয়েছিলেন আজ অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার তারিক কাজী ও ইয়াসিন আরাফাত। 

আজ দুপুরে স্পিডবোটে এই তিন ফুটবলার কয়েকজন মালে প্রবাসীর সঙ্গে মিলে মাফুসিতে যান। মাফুসির বিভিন্ন স্পট ঘোরার পাশাপাশি ক্যাফেতে সামুদ্রিক খাবারের স্বাদ গ্রহণ করেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেক বাঙালি প্রবাসী তাকে জামালদের সময় দেন। অনেকে সেলফি তোলেন তাদের সঙ্গে। 

মালদ্বীপ ঘুরতে গিয়ে ভক্তদের পাল্লায় জামালরা/ঢাকাপোস্ট

অনেক প্রবাসী আবার বাংলাদেশ ফুটবল দলের খেলা নিয়ে টুকটাক প্রশ্ন আর মতামতও জানাচ্ছিলেন। জামাল অনেক সময় উত্তর দিচ্ছিলেন আবার অনেক সময় বললেন, ‘এখন খেলা শেষ। ঘুরতে এসেছি’। 

গতকালও জামাল দ্বীপে ঘুরেছেন। আজও সন্ধ্যায় মাফুসি থেকে মালে ফেরেন৷ দেশে ফেরার আগে আগামীকালই মালেতে ফুটবলারদের শেষ দিন। 

এজেড/এনইউ