কুয়েত নয়, অনূর্ধ্ব ২৩ ফুটবল দল খেলবে উজবেকিস্তানে
শেষ মুহূর্তে এসে এএফসি অনুর্ধ্ব ২৩ বাছাই চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলে গেছে। কুয়েতের পরিবর্তে এখন খেলা হবে উজবেকিস্তানে।
ভেন্যু পরিবর্তন হলেও সূচি অবশ্য অপরিবর্তিত রয়েছে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। ৩০ অক্টোবর খেলবে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে আর শেষ ম্যাচ ২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। টুর্নামেন্টের আগের ভেন্যু ছিল কুয়েত।
বিজ্ঞাপন
কোয়ারেন্টিন জটিলতায় শেষ মুহূর্তে এই গ্রুপের ভেন্যু বদল হয়েছে। বাংলাদেশ দল কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন করছে। ২৩/২৪ অক্টোবর উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা।
এজেড/এনইউ
বিজ্ঞাপন