৪২ কোটি টাকার বাজেট বাফুফের এজিএমে, উঠছে না ফিফার নির্দেশনা
দেশের ক্রীড়াঙ্গনে গণতন্ত্র ও জবাবদিহিতার চর্চা খুবই কম। ফেডারেশনগুলোতে বার্ষিক সাধারণ সভা হয় অনিয়মিতভাবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গত ১৩ বছরের সভাপতিত্বে সাধারণ সভা হয়েছে মাত্র চার বার। চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার এক বছরের মধ্যেই অবশ্য এজিএমের উদ্যোগ নিয়েছেন তিনি। আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাওয়ে বাফুফের বার্ষিক সাধারণ সভা।
নির্বাচনের সময় কাউন্সিলরদের আগের দিন রাতে হোটেলে ওঠানো হলেও এ বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলররা আমন্ত্রিত আজ সকাল থেকে। কিছু দিন আগে ফুটবলাঙ্গন উত্তপ্ত ছিল ফিফার নির্দেশনা ছিল বাফুফের কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলর সংখ্যা কমানোর। সভাপতি এজন্য চার সদস্যের বিশেষ এক কমিটিও করেছিলেন গঠনতন্ত্র সংশোধনের জন্য। পরিকল্পনা ছিল এক মাসের মধ্যে সংশোধিত গঠনতন্ত্রের প্রস্তাবনা সাধারণ সভায় ওঠানো।
বিজ্ঞাপন
তবে আজকের সাধারণ সভায় এই প্রসঙ্গ উঠছে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমাদের এই সভাটি একেবারেই সাধারণ আলোচনার উপর। ফিফার ওই প্রসঙ্গ থাকছে না। ফিফার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সেই নির্দেশনার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।’
আজকের সভায় গত আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব ছাড়া আগামী বছরের বাজেটের অনুমোদন নেয়া হবে। গত অর্থবছরে বাফুফের আয় ছিল ১৫ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৫৫৯ টাকা, এর বিপরীতে ব্যয় ২৩ কোটি ২২ লাখ ৮৪ হাজার ১৯১ টাকা। আসন্ন অর্থবছরে বাফুফের প্রস্তাবিত বাজেট ৪১ কোটি ৯৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
মাস দুয়েক আগে দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম হয়েছে। সেই এজিএমে কাউন্সিলররা এক লাখ টাকা ও ল্যাপটপ উপহার পেয়েছিলেন। ফুটবল ফেডারেশনের এজিএমে কাউন্সিলরদের জন্য বিশেষ কোনো উপঢৌকন থাকছে না।
এজেড/এনইউ