জাভি ও মেসি/ফাইল ছবি

স্থানীয় সময় তখন রাত ১২টা। তখনই বার্সেলোনা সব অপেক্ষার অবসান ঘটায়। ঘরের ছেলে জাভি হার্নান্দেজ আসবেন বার্সার কোচ হয়ে ঘোষণা করে ক্লাবটি।

তবে জাভি ২০২১ এ এসে বার্সেলোনার কোচ হয়ে এলেও বিষয়টা আরও অনেক আগেই জানা ছিল তার সাবেক সতীর্থ লিওনেল মেসির। তাও দুই বছর আগেই। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তৎকালীন বার্সেলোনা অধিনায়ক মেসি জোর দিয়েই বলেছিলেন বিষয়টা।

লিওনেল মেসির সঙ্গে জাভির সম্পর্কটা সেই লা মাসিয়ায় খেলার সময় থেকেই। বার্সেলোনার যুব দলে দুজনে অল্প কিছুদিন কাটিয়েছিলেন এক সঙ্গে। এরপর মূল দলে এসে একটা বড় সময় স্প্যানিশ মিডফিল্ডারের সাহচর্য পেয়েছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ী। 

সেই সময় থেকেই মেসির মনে হয়েছে জাভিই এক সময় হবেন বার্সেলোনার কোচ। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বার্সেলোনা কিংবদন্তি মেসি বলেন, ‘জাভি নিশ্চিতভাবেই বার্সেলোনার কোচ হওয়ার সুযোগটা পাবে। তারা (কর্তৃপক্ষ) তাকে এ সুযোগটা দেবেন, কারণ তার এটা প্রাপ্য।’

শুধু বার্সেলোনার কোচ হবেন জাভি, এটা বলেই ক্ষান্ত হননি মেসি। জানিয়েছিলেন, কোচ হিসেবেও অসাধারণ হবেন তার সাবেক সতীর্থ, ‘আরও একটা কারণ সে খেলোয়াড় হিসেবে ছিল অসাধারণ, তাই আমার মনে হয়, সে অসাধারণ একজন কোচও হবে। আমি মাঠ থেকেই বুঝতাম বিষয়টা, যারা বাইরে থেকে দেখেছেন, তাদের তো আরও ভালো বোঝার কথা!’

এদিকে জাভির সাবেক গুরু পেপ গার্দিওলাও মনে করেন, সদ্য আল সাদ ছেড়ে বার্সেলোনায় আসা এই কোচ যোগ্য হিসেবেই আসছেন ক্লাবে। এক সপ্তাহ আগে যখন বিষয়টা কেবল আলোচনার টেবিলে, তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল এ বিষয়ে। ম্যানচেস্টার সিটির কোচের উত্তর ছিল, ‘বার্সেলোনায় জাভি আসছে? আমি জানি না কী হবে, তবে সে যে প্রস্তুত, তা নিয়ে আমার কোনো সন্দেহই নেই।’

বার্সেলোনার জন্যেও বিষয়টা উপকার বয়ে আনবে, অভিমত গার্দিওলার। সাবেক বার্সা কোচ এর পেছনে কারণও জানালেন, ‘সে সেখানকার পরিবেশটা বোঝে। খেলাটাকেও ভালোভাবে বোঝে, আর এজন্যে তার আবেগও বেশ তীব্র। আমি বার্সেলোনার কোচ হয়ে গিয়েছি যখন, তখন আমার যা অভিজ্ঞতা ছিল, তার চেয়েও বেশি অভিজ্ঞ জাভি।’

তবে দলের সাফল্য ব্যর্থতা কেবলই যে কোচের ঘাড়ে বর্তায় না, সেটাও আগে থেকেই জানিয়ে রাখলেন কোচ গার্দিওলা। বললেন, ‘সাফল্যটা নির্ভর করে নিবেদনের ওপর। খেলোয়াড়দের গুণমানের ওপর। খেলাটায় আমাদের (কোচের) প্রভাব মানুষ যা মনে করে তার চেয়ে অনেক কম। মাঠের খেলায় সবকিছু খেলোয়াড়দের প্রতিভার ওপর নির্ভর করে।’

এনইউ