এমন দুঃসময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এক পা এগিয়ে এলে তারা যাচ্ছে দুই পা পিছিয়ে। টটেনহ্যামের বিপক্ষে দারুণ জয়ে কক্ষপথে ফেরার ইঙ্গিত দিয়েছিল ওলে গানার শোলজার শিষ্যরা। কিন্তু শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হেরে আবার পিছিয়ে গেছে দলটি।

এতে আবারও জোরালো হয়েছে ইউনাইটেড কোচ ওলে গানার শোলজারের বরখাস্ত হওয়ার গুঞ্জন। তবে তিনি বলছেন, ইউনাইটেডে সঠিক জায়গায় নিয়ে আসার ক্ষমতা আছে তার। ম্যানচেস্টার ইউনাইটেডকে এমন দেখতে না চাইলেও ক্লাবের জন্য সবসময় সেরাটা চান বলেই দাবি ওলের।
 
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ক্লাবের সঙ্গে আমার ভালোভাবেই যোগাযোগ আছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সেরাটাই চাই। যতক্ষণ পর্যন্ত এখানে আছি, চেষ্টা করবো এই অবস্থার উন্নতি করতে সর্বোচ্চটা দিতে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এমন অবস্থায় অল্প কয়েকবার পড়েছি। হোমে শেষ খেলাটার পর কঠিন সময় যাচ্ছে। আমাদের আরও সামনে থাকা দরকার। আমি নিজের দিকে তাকিয়ে এটা বলতে পারি না যে এমন ইউনাইটেডকে চাই।’

সিটি ম্যাচটা আবারও নিজেদের পিছিয়ে দিয়েছে জানিয়ে ওলে বলেছেন, ‘টটেনহ্যামের বিপক্ষে ফলটা ভালো ছিল কিন্তু আমি এমন দেখতে চাই না। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে ও আক্রমণাত্মক হতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভালো ফলের জন্য চেষ্টা করতে হচ্ছে। আমরা আতালান্তা ও টটেনহ্যামের বিপক্ষে ভালো খেলেছি কিন্তু আজকের ম্যাচটা পিছিয়ে দিয়েছে।’

এমএইচ