কারিম বেনজেমা ফ্রান্স জাতীয় দলে পাঁচ বছরের বিরতি শেষে ফিরেছেন, সেটার প্রায় পাঁচ মাস হতে চললো। এরপর তিনি খেলেছেন একটি ইউরো। দলকে এনে দিয়েছেন একটি উয়েফা নেশন্স লিগের শিরোপাও। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এমন ফেরার পরও খুশি হতে পারছেন না তার সাবেক সতীর্থ অলিভিয়ের জিরু। তাকে নিয়ে রীতিমতো আক্রমণাত্মক মন্তব্যই করে বসলেন সাবেক চেলসি ও আর্সেনাল ফরোয়ার্ড। 

বেনজেমা ফিরতেই জাতীয় দলের জায়গা হারিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা জানতে পারলাম যখন কোচ(দিদিয়ের দেশম) ঘোষণা দিল। এটা দেশমের ইচ্ছায় হয়েছে। কিন্তু আমাকে আগে সতর্ক করলে ভাল হত।’

বেনজেমা ফিরে আসায় দলের কৌশলে মারাত্মক প্রভাব পড়েছে বলে মনে করেন গত মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা এই স্ট্রাইকার। তবে তিনি নিজে বেনজেমার বিপক্ষে নন দাবি করে জিরু বলেন, ‘আমার তার সঙ্গে কোন মনোমালিন্য নেই। কিন্তু জাতীয় দলে তার ফিরে আসা আমাদের খেলার ধরণে কৌশলগত ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। কয়েকটি খেলায় এটা স্পষ্ট হয়ে উঠেছিল। বিষয়টির নিষ্পত্তি হয়েছে, তবে সময় লেগেছে।’

বেনজেমার সঙ্গে নিজের সম্পর্ক কেমন, তাও জানালেন জিরু। সে নিয়ে তিনি বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমার তাকে নিয়ে কোন সমস্যা নেই। তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমরা রোজ একই টেবিলে বসে খাই।’

এআইএ/এনইউ