ল্যামোসের ‘অভিষেক একাদশে’ আছেন যারা
আজ (বুধবার) জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসের। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় সিলেশসের মুখোমুখি হবেন জামালরা। ল্যামোসের একাদশে খুব বেশি চমক নেই।
আনিসুর রহমান জিকো গোলপোস্ট সামলাবেন। তার সামনে থাকবেন ডিফেন্ডার তপু বর্মণ ও টুটুল হোসেন বাদশা। ডিফেন্স লাইনে বাকি দুই খেলোয়াড় ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।
বিজ্ঞাপন
অধিনায়ক জামাল ভূঁইয়া মিডফিল্ডের নেতৃত্বে থাকবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন ও সাদ উদ্দিন। উপরের দিকে ফরোয়ার্ড হিসেবে সুমন রেজার সঙ্গে ইব্রাহিম।
সিলেশসের বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। গত দুই দিন বৃষ্টির জন্য বাংলাদেশের খেলা পিছিয়েছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা চার গোলে পিছিয়ে থেকে ম্যাচে সমতা এনেছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুশান্ত ত্রিপুরা,জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দিন, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহীম।
এজেড/এমএইচ