২ পরিবর্তন নিয়ে বাংলাদেশ মুখোমুখি মালদ্বীপের
আজ জাতীয় দলের কোচ হিসেবে পর্তুগিজ কোচ মারিও ল্যামোসের দ্বিতীয় ম্যাচ। নিজের দ্বিতীয় ম্যাচের একাদশে প্রথম ম্যাচ থেকে দুই পরিবর্তন করেছেন। ডিফেন্সে ইয়াসিন আরাফাতের পরিবর্তে রহমত মিয়া এবং মধ্যমাঠে সাদ উদ্দিনের পরিবর্তে হৃদয়।
ঢাকা আবাহনীর হয়ে খেলা হৃদয় সাফে প্রথম ডাক পেয়েছিলেন। মালদ্বীপে তাকে অস্কার এক ম্যাচেও নামাননি। মারিও ল্যামোস তার অভিষেক ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামান। সিশেলসের বিপক্ষে হৃদয়ের জাতীয় দলের অভিষেক হয়। আগের ম্যাচে বদলি নামালেও এই ম্যাচে একাদশে রেখেছেন কোচ ল্যামোস।
বিজ্ঞাপন
আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মালদ্বীপের মুখোমুখি হবেন জামালরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও আনিসুর রহমান জিকো গোলপোস্ট আগলাবেন। তার সামনে থাকবেন ডিফেন্ডার তপু বর্মণ ও টুটুল হোসেন বাদশা। ডিফেন্স লাইনে আর দুই খেলোয়াড় রহমত মিয়া ও সুশান্ত ত্রিপুরা।
অধিনায়ক জামাল ভূঁইয়া মিডফিল্ডের নেতৃত্বে থাকবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন ও হৃদয়। ওপরের দিকে ফরোয়ার্ড হিসেবে সুমন রেজার সঙ্গে ইব্রাহিম।
বিজ্ঞাপন
বাংলাদেশের একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক ), তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া , সুশান্ত ত্রিপুরা, জামাল ভূইয়া, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, হৃদয়, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহীম।
এজেড/এনইউ