২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ। প্রিমিয়ার লিগের ১২ দলের সঙ্গে তিন সার্ভিসেস বাহিনী (বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী) অংশ নেবে। ১৫ দল নিয়ে স্বাধীনতার ৫০ বছরে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ। আগামীকাল দুপুরে বাফুফে ভবনে টুর্নামেন্টের ড্র ও লোগো উন্মোচিত হবে।
 
অনেক ফুটবলার সার্ভিসেস বাহিনীতে চাকরি করেন, আবার ক্লাবেও খেলেন। এমন ফুটবলারের সংখ্যা বিশের অধিক। স্বাধীনতা কাপে ওই ফুটবলাররা ক্লাবের পক্ষে নাকি সার্ভিসেস বাহিনীর হয়ে অংশ নেবেন? এমন প্রশ্নে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের উত্তর, ‘ক্লাব এবং সংস্থা উভয়ের সঙ্গে চুক্তিবদ্ধ এমন কয়েকজন ফুটবলারের একটা তালিকা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়কে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন দলের হয়ে অংশগ্রহণ করতে চান।’
 
জাতীয় দলের অধিনয়াকত্ব করা এবং অন্যতম সিনিয়র ফুটবলার মামুনুল ইসলাম নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কয়েক বছর আগেই। নৌবাহিনীর হয়ে আন্তঃবাহিনী ফুটবল খেলেছেন। বাফুফের আয়োজিত কোনো টুর্নামেন্টে নৌবাহিনীর হয়ে অংশগ্রহণ করেননি। 

এবার তিনি মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও স্বাধীনতা কাপ নৌবাহিনীর হয়ে খেলবেন, ‘আমি এবার নৌবাহিনীর হয়ে স্বাধীনতা কাপ খেলব। এই ব্যাপারে আমার ক্লাব মোহামডোনের সঙ্গে আলোচনাও হয়েছে। তারা আমার ক্যারিয়ার ও ভবিষ্যতের বিষয় বিবেচনা করে সম্মতিও দিয়েছে। এজন্য ক্লাবের কাছে কৃতজ্ঞ।’ 

চলতি মৌসুমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার সোহেল রানা অবশ্য বসুন্ধরা কিংসের হয়েই খেলবেন, ‘আমি স্বাধীনতা কাপে ক্লাবের হয়ে খেলতে চাই।’ নৌবাহিনীর আরেক ফুটবলার রহমত মিয়া এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, ‘আমি দুই দিন ছুটিতে ছিলাম, এখন ঢাকা আসছি। ক্লাব ও নৌবাহিনী দুই পক্ষের সঙ্গে কথা বলব। আলোচনা করেই সিদ্ধান্ত নেব। ব্যক্তিগতভাবে আমি ক্লাবের হয়ে খেলতে চাই।’

বাংলাদেশ নৌবাহিনী গত কয়েক বছরে দশের অধিক ফুটবলারকে চাকরি দিয়েছে বিভিন্ন পদে। মাসশেষে ভালো সম্মানীও পান ফুটবলাররা নৌবাহিনী থেকে। অফ সিজন বা সংস্থার প্রয়োজনে আন্তঃবাহিনী খেলাই মূলত তারা খেলেন। ফুটবলার হিসেবে অবসরের পর নৌবাহিনীতে চাকরিতে নানা সুযোগ। বর্তমান ও ভবিষ্যৎ সুযোগ-সুবিধা থাকলেও নৌবাহিনীর হয়ে আর চাকরি করতে চান না সোহেল রানা, রহমত মিয়া সহ আরো কয়েক জন। ইতোমধ্যে ২তারা এই ব্যাপারে চিঠিও দিয়েছেন সংস্থাটির কাছে। নৌবাহিনী থেকে সরে আসার পেছনে তাদের যুক্তি, ‘আমাদের জন্য চাপ হয়ে যাচ্ছে। এজন্য আমরা শুধু ক্লাব ও জাতীয় দলেই খেলতে চাই।’ 

এজেড/এমএইচ