চ্যানেল ২৪কে সেমিফাইনালে তোলার নায়ক সাদমান সাকিব জিতে নেন ম্যাচসেরার পুরস্কার/সংগৃহীত

প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল আই, চ্যানেল ২৪, ইনকিলাব ও ৭১ টিভি। আগামীকাল ২৭ নভেম্বর শনিবার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকালে প্রথম সেমিফাইনালে ৭১ টিভি চ্যানেল ২৪ এবং দ্বিতীয় সেমিফাইনালে দৈনিক ইনকিলাব চ্যানেল আইয়ের মুখোমুখি হবে৷ দুপুর বারোটায় ফাইনাল অনুষ্ঠিত হবে৷ 

আজ শুক্রবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই ও আরটিভির মধ্যকার ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত থাকার ফলে টাইব্রেকারে গড়ায়। চ্যানেল আই টাইব্রেকারে ১-০ গোলে আরটিভিকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম। 

দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও গড়ায় পেনাল্টি শুটআউটেও। চ্যানেল ২৪ ও বিজনেস স্ট্যান্ডার্ডের খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় শেষ হয়।
টাইব্রেকারে বিজনেস স্ট্যান্ডার্ডকে ৩-২ গোলে হারিয়ে থেকে চ্যানেল ২৪ দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের সাদমান সাকিব। 

তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইনকিলাব ৪-০ গোলে ঢাকা পোস্টকে পরাজিত করে। দলের হয়ে মাইনুল হাসান সোহেল, রফিক মোহাম্মদ ১টি করে গোল করেন। ইয়াছিন রানা দলের পক্ষে ২ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন। 

চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৭১ টিভি টাইব্রেকারে ৩-০ গোলে বৈশাখী টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের মনির মিল্লাত।

ষষ্ঠ দিনে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাবেক প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন, শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ-কমিটির সদস্য জাহেদ হোসেন খোকন, রকিবুল ইসলাম মানিক ও আরাফাত জোবায়ের।

এজেড/এনইউ