সব তারকাকে নিয়ে এই প্রথম মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই। যোগ দেওয়ার পর থেকে এই প্রথম মাঠে নেমেছিলেন সার্জিও রামোসও। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই দুঃসংবাদ সঙ্গী হলো পিএসজির। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

এ এস সেইন্ট-এটিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। ঘটনাটি ঘটে ম্যাচের ৮৭ মিনিটে। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দেন নেইমার। কিন্তু তাঁর বাঁ পা পড়ে মাকর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় ব্রাজিলিয়ান তারকার। 

এরপর কাঁদতে শুরু করেন তিনি। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। বুঝা যাচ্ছিল, পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন তিনি। পরে তার ইনজুরি নিয়ে টুইট করেছেন ফুটবল সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো।

তিনি লিখেছেন, ‘নেইমার ‍জুনিয়রের জন্য অনেক শুভ কামনা। মনে হচ্ছে খুব মারাত্মক ইনজুরি। সে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে। আশা করি দ্রুতই নেইমারকে আবারও মাঠে দেখতে পাবো।’

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নেইমার লিখেছেন, ‘দ্রুত সেরে উঠতে হবে। দুর্ভাগ্যবশত এমন বিষয় একজন অ্যাথলেটের জীবনের অংশ। এটাই এখন আমার সঙ্গে হয়েছে। মাথাটা উঁচু করতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

নেইমারের ইনজুরি কতটা গুরুত্বপূর্ণ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা যাবে স্ক্যানের পর। গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি অস্ত্রোপাচার করাতে হয়। তাহলে চলতি বছর আর মাঠে দেখা যাবে না তাকে। 

এমএইচ