রিয়াল-রামোসের বিচ্ছেদ হচ্ছেই?
সার্জিও রামোস/ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে অধিনায়ক সার্জিও রামোসের বৈঠকের এক মাস পেরিয়ে গেছে। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছুতে পারেনি দুই পক্ষ। এরই মধ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, রামোসকে ধরে রাখার আশা একরকম ছেড়েই দিয়েছে লা লিগা শিরোপাধারীরা।
গেল মৌসুমে ডিফেন্ডার হয়েও করেছিলেন ১১ গোল, গড়ে দিয়েছিলেন একটি। তাতে দলও জেতে লিগ শিরোপা। রোনালদো-পরবর্তী মাদ্রিদে রামোস কেমন গুরুত্বপূর্ণ তার একটা ধারণা মেলে শেষ দুই-তিন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকালে। ২০১৮-১৯ ও ১৯-২০ মৌসুমে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বটে, কিন্তু সে দুই ম্যাচই রামোসকে ছাড়া খেলে হেরেছিল দলটি। এরপর চলতি মৌসুমের প্রথমার্ধে রামোস বড় চোট পেলেন, তারই ফাঁকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের উপক্রম হয়েছিল রিয়ালের। শেষ ম্যাচে রামোস খেললেন, রিয়াল ম্যাচটা তো জিতলোই, শেষ ষোলয়ও উঠেছে শীর্ষ দল হিসেবে!
বিজ্ঞাপন
এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়টাই এখন রিয়াল মাদ্রিদ ছাড়ার দুয়ারে। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোর উপস্থাপক হোসেপ পেদ্রিরল জানাচ্ছেন, ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাকে ধরে রাখার আশা ছেড়েই দিয়েছে। স্প্যানিশ অন্য গণমাধ্যমগুলোতেও প্রতিধ্বনিত হচ্ছে একই সুর, চলতি মৌসুম শেষে আর রিয়ালে থাকছেন না অধিনায়ক রামোস!
কোথায় থেমে রামোসের চুক্তি নবায়ন?
বিজ্ঞাপন
গেল মাসে রামোসের সঙ্গে বৈঠকে বসেছিলেন সভাপতি ফ্লোরেন্তিনো। কিন্তু সে সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই।
রিয়াল মাদ্রিদ তাদের ত্রিশোর্ধ্ব খেলোয়াড়দের ক্ষেত্রে চুক্তি নবায়ন করে এক মৌসুমের জন্য। রামোস এক্ষেত্রে ব্যতিক্রম হতে চেয়েছিলেন, ক্লাবের কাছে দাবি করেছেন দীর্ঘমেয়াদি চুক্তি। কিন্তু ফ্লোরেন্তিনো ম্যানেজমেন্ট তাদের নীতি থেকে সরে আসতে নারাজ ছিলেন, তার ওপর ছিল বেতন কমানোর বিষয়টিও। মূলত এ দুটি বিষয়ই আটকে দিয়েছে রামোসের চুক্তি নবায়ন। যদিও স্প্যানিশ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, রামোস আশা করছেন রিয়াল মাদ্রিদ পক্ষই আরও ভালো চুক্তির প্রস্তাব দেবে তাকে। তা না হলে মাদ্রিদের বাইরেই অপেক্ষা করছে রিয়াল ডিফেন্ডারের ভবিষ্যৎ।
তবে রিয়ালে রামোস-অধ্যায় শেষ?
এখনো বিষয়টা চূড়ান্ত হয়নি, তাই রামোসের রিয়াল-অধ্যায় শেষ বলাও যাচ্ছে না। তবে প্রতিদিনই ক্লাবের সঙ্গে তার দূরত্ব বাড়ছে। সেদিকে নানাবিধ ইঙ্গিত মিলছে সেদিকেই। রিয়াল মাদ্রিদের সঙ্গে ডেভিড আলাবার প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে গুঞ্জন আছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে, তাও রামোসের সমান বেতনে! এদিকে রিয়ালের সঙ্গে রামোসের চুক্তি নবায়ন আটকে আছে। পরবর্তী গন্তব্য যেখানে হতে পারে, সেই পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোও সম্প্রতি মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পিএসজিতে এলে দারুণ একটা ক্লাবকেই পাবেন রামোস, যাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে জয়।’
পরবর্তী গন্তব্য কোথায়?
যদি শেষমেশ রিয়াল মাদ্রিদ ছাড়েনই রামোস, তবে পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি কিংবা বায়ার্ন মিউনিখ। মূলত সাফল্যের ‘প্রকল্প’ আর তার উঁচু বেতনের চাহিদাই এমন ধারণা তৈরি করেছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।
গ্রীষ্মকালীন দলবদলে অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকে হারিয়েছে পিএসজি, অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন ডিফেন্ডারের অভাবটা রামোসকে দিয়েই পূরণ করতে পারে দলটি। এদিকে বায়ার্ন মিউনিখও চলতি মৌসুম শেষে আলাবাকে হারাচ্ছে, যিনি কিনা পাড়ি জমাতে যাচ্ছেন রামোসের রিয়ালে। আলাবার শূন্যস্থানটা রামোসকে দিয়েও পূরণ করাতে পারে বায়ার্ন।
তবে পুরো ব্যাপারটাই আপাতত নির্ভর করছে স্প্যানিশ ডিফেন্ডার আর ফ্লোরেন্তিনোর মাঝে। শেষ দিকে পরিস্থিতিতে নাটুকে পরিবর্তন এলে থেকে যাবেন রামোস। নাহয় রামোসকে দেখা যাবে অন্য কোথাও। দুই পক্ষেরই যে চাওয়া, প্রথম দৃশ্যটারই যেন মঞ্চায়ন হয়, তা বলাই বাহুল্য।
এনইউ/এটি