ছবি : সংগৃহীত

একাদশেই ছিলেন না। পানি টানছিলেন সতীর্থদের জন্য। ফাঁকে ফাঁকে করছিলেন ফিল্ডিং। এর মধ্যেই হঠাৎ বোলিংয়ে রিশাদ হোসেন। প্রস্তুতি ম্যাচ বলে একাদশের বাধ্যবাধকতা নেই। তাই রিশাদও বল করতে পেরেছেন অবাধে। সুযোগ পেয়ে করেছেন বাজিমাতও। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে নিয়েছেন পাঁচ উইকেটে। তার স্পিন ভেলকিতে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ২৫৭ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান এসেছে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। 

ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় ক্যারিবীয়ান অধিনায়ক জানিয়েছেন রিশাদের সাফল্যের রহস্য। ধারাবাহিকতার কারণেই এই লেগ স্পিনার সফর হয়েছেন বলে মনে করেন ব্র্যাথওয়েট।

তিনি বলেন, ‘তাদের লেগ স্পিনার বেশ ভালো করেছে। সে ধারাবাহিক ছিল। খুব বেশি টার্ন এবং বাউন্স ছিল না কিন্তু সে তার লাইন-লেংথ নিয়ে বেশ ধারাবাহিক ছিল। সে ভালো বোলিং করেছে।’

বাকি ব্যাটসম্যানরা যখন উইকেটে আসা-যাওয়ার মিছিলে তখন ব্র্যাথওয়েটের টিকে থাকার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে আমাদের ডিফেন্স ভালো ছিল এবং বল দেখে খেলেছি। আমি সামনে এগিয়ে খেলেছি কয়েকবার। যেহেতু পিচ একটু লো ছিল তাই আমি তাড়াতাড়ি সামনে এগুচ্ছিলাম না।’

প্রস্তুতি ম্যাচের কন্ডিশন খুব বেশি কঠিন ছিল বলেও মনে করেন না ব্র্যাথওয়েট, ‘কঠিন বলব না, বোলাররা ভালো বোলিং করেছে। অবশ্যই পিচ একটু ধীর গতির এবং বাউন্স একটু কম ছিল। আমাদের সাবধানে বল দেখতে হয়েছে। কিন্তু আমি বেশ খুশি।’

এমএইচ