একই একাদশে মেসি ও রোনালদো
ছবি : সংগৃহীত
দুজনের মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে চলছে প্রতিযোগিতা। কখনো ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়িয়ে যান লিওনেল মেসিকে তো কখনো আর্জেন্টাইন অধিনায়ক পর্তুগিজ সুপারস্টারকে। ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই দুজন খেলেছেন চিরপ্রতিদ্বন্দী দুই ক্লাবে।
তবে এবার একই একাদশে জায়গা পেয়েছেন মেসি ও রোনালদো। যদিও মাঠে নামার জন্য নয়। এই দুইজন একই একাদশে আছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটেস্টিকের (আইএফএফএইচএস) গত দশকের সেরা একাদশে।
বিজ্ঞাপন
তাদের সঙ্গে জায়গা পেয়েছেন স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এবং বর্তমান সাত ফুটবলার। রিয়ালের বর্তমানদের মধ্যে আছেন সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ ও টনি ক্রুস।
স্পেনের আরেক ক্লাব বার্সেলোনার সাবেক-বর্তমান মিলে আছেন দুই জন। অধিনায়ক লিওনেল মেসি ও সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। একাদশের বাকি এক জন হলেন-সেল্টিক ও সাউথ্যাম্পটনে আলো ছড়িয়ে ২০১৮ সাল থেকে লিভারপুলে খেলা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
বিজ্ঞাপন
গত দশকের অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখের সাবেক-বর্তমান মিলে আছেন তিন জন। গোলরক্ষক মানুয়েল ন্যুয়ার, ২০১০-১৪ পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে খেলে বায়ার্নে যোগ দেওয়া স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি ও সাবেক ডিফেন্ডার ফিলিপ লাম আছেন তাদের।
দশকসেরা একাদশ: মানুয়েল ন্যুয়ার (জার্মানি/বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/সেল্টিক, সাউথ্যাম্পটন, লিভারপুল), মার্সেলো (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), ফিলিপ লাম (জার্মানি/বায়ার্ন মিউনিখ), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস) ও রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড/বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ)।
এমএইচ/এটি