৩১ বছর আগে ও পরে, দুবারই শিরোপা জয়ে আছেন রুপু
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু সাধারণত তেমন উচ্ছ্বাসে মাতেন না। আজ (শনিবার) স্বাধীনতা কাপ শিরোপা জেতার পর একটু ভিন্নরূপে দেখা গেল সাবেক এই জাতীয় ফুটবলারকে। ট্রফি নিয়ে কয়েক মিনিট ধরে রইলেন।
১৯৯০ সালে এই টুর্নামেন্টের ট্রফি জিতেছিলেন অধিনায়ক হয়ে। ৩১ বছর পর সেই ট্রফির পুনরায় স্বাদ পেলেন ম্যানেজার হিসেবে। তাই এই ট্রফি রুপুর কাছে বিশেষ কিছু, ‘১৯৯০ সালে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল আমার অধিনায়কত্বে। এরপর ক্লাব অনেক শিরোপা জিতলেও স্বাধীনতা কাপ জিতেনি। ৩০ বছর পর এই টুর্নামেন্ট আবার যখন আবাহনী জিতল তখন আমি ম্যানেজার। ঘরোয়া ফুটবলে স্বাধীনতা কাপ খেলোয়াড় ও ম্যানেজার হয়ে জেতার কৃতিত্ব বোধহয় আর নেই।’
বিজ্ঞাপন
১৯৯০ সালের ফাইনালের স্মৃতি রোমন্থন করলেন রুপু এভাবে, ‘আবাহনী ওই ম্যাচে ২-১ গোলে জিতেছিল। আমি গোল করিনি তবে একটি গোলে সহায়তা ছিল।’ এবার আবাহনীর শিরোপা জয়ের পেছনে অন্যতম সাফল্য সফল খেলোয়াড় সংগ্রহ। কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস, রাফায়েল অগাস্তের সঙ্গে দেশি ফুটবলার রাকিব-ইমনদের সংগ্রহ ছিল শিরোপা পুনরুদ্ধারের পূর্বকাজ।
আবাহনীর এই স্কোয়াডে আছেন রুপুর ছেলে তন্ময় দাশ। তিনি ম্যাচ না খেললেও দলের সঙ্গে রেজিস্টার্ড ফুটবলার হিসেবে ছিলেন পুরো টুর্নামেন্টেই। বাবার অসাধারণ মুহূর্তের সঙ্গী হতে পেরে খুব খুশি তন্ময়ও, ‘আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে মাঠে আসি। আবাহনীর ট্রফি উদযাপন আমার কাছে নতুন কিছু নয়। বাবা অধিনায়কের পর, ম্যানেজার হিসেবে স্বাধীনতা কাপ জিতল। সেই সময় আমি দলের সদস্য এজন্য গর্বিত বোধ করছি।’
বিজ্ঞাপন
এজেড/এমএইচ