পর্দা উঠল সাইফ পাওয়ারটেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র কাপের। আজ (শুক্রবার) আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র কাপের প্রধান পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

মেয়র কাপে উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড এবং ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল ফুটবল, ক্রিকেট এবং ভলিবল- এই তিনটি ইভেন্টে অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৩ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের ফুটবল ম্যাচ দিয়ে মেয়র কাপের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী ম্যাচে ৩৭ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলে পরাজিত করে ৩৩ নম্বর ওয়ার্ড।

‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষকে উপলক্ষ্য করে মেয়র কাপের আয়োজন। এমন আয়োজন দেখে মুগ্ধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ‘আমরা আমাদের নতুন প্রজন্মকে খেলার মাঠ দিতে পারছি না।  আমরা যেখানে যতটুক মাঠ পাচ্ছি আমাদের যুবসমাজকে, নতুন প্রজন্মকে মাঠমুখী করতে চাচ্ছি। ঢাকা মহানগর উত্তরের মেয়র সে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব- তিনি এই উদ্দেশ্যকে সামনে রেখে মেয়র কাপের আয়োজন করেছেন। তিনি অনেকগুলো মাঠ দখলমুক্ত করেছেন, যেগুলো অন্যায়ভাবে দখল করে রেখেছিল। ফুটবল, ক্রিকেট এবং ভলিবল টুর্নামেন্ট ছেড়েছেন। উদ্দেশ্য একটাই সবাইকে খেলার মাঠে নিয়ে আসার জন্য। সবাইকে খেলাধুলার মধ্যে আবারো ফিরিয়ে নিয়ে আসা।’

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন বলেন, ‘এ ধরনের প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক বরাবরই আছে। আমি নিজেও একজন সংগঠক। ফুটবলসহ বিভিন্ন স্পোর্টস ইভেন্ট নিয়ে কাজ করি। আমি ঘোষণা দিতে চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবিষ্যতেও যদি এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে সেখানেও আমরা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকব।’ 

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত হতে হবে। তাহলে আমরা মাদকমুক্ত সমাজ গঠন করতে পারব।’ অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, মোহাম্মদ হাবিব হাসান, উত্তর সিটির কাউন্সিলরগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।  

এজেড/এমএইচ