বসুন্ধরা কিংসের পর উত্তর বারিধারাও ফেডারেশন কাপে অংশ নিচ্ছে না। আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় উত্তর বারিধারা বাফুফেকে চিঠি দিয়ে ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে। উত্তর বারিধারা ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, ‘আমরা আগে থেকেই এই টার্ফে খেলা আয়োজন করলে না খেলার কথা বলেছিলাম। এই টার্ফে খেলে আমাদের ৩ জন আহত হয়েছে।  আজ খেলা শুরু হওয়ার সাত ঘন্টা আগে চিঠি দিয়ে জানালাম।’ 

আজ সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা আবাহনীর সঙ্গে ম্যাচ ছিল উত্তর বারিধারার। খেলা শুরুর মাত্র সাত ঘন্টা আগে এমন চিঠি কেন এই প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘গত মৌসুমে আমরা বারিধারা ক্লাব চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে খেলতে গিয়ে ফেরত এসেছিলাম। মাঠে গিয়ে আমরা জানতে পারি খেলা হবে না। আমরা তো তাও ৭ ঘন্টা আগে জানালাম।’ 

বসুন্ধরা কিংস এই টার্ফে না খেলার ব্যাপারে সোচ্চার। প্রিমিয়ার লিগে কয়েকটি ক্লাবে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা রয়েছে। উত্তর বারিধারা এর মধ্যে অন্যতম। বারিধারার না খেলার সঙ্গে বসুন্ধরার কোনো সম্পর্ক নেই, ‘আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি। এখানে অন্য কোনো ক্লাব বা প্রতিষ্ঠানের দ্বারা  নির্দেশিত হয়ে নয়।’ -বলেন বারিধারার সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘স্বাধীনতা কাপ শেষ হলো। এর পর কোনো সভা ছাড়াই ফেডারেশন কাপ শুরু করছে। এটাও সঠিক নয়।’

আজ ফেডারেশন কাপে প্রথম ম্যাচ ছিল বসুন্ধরা কিংস ও স্বাধীনতা সংঘের। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস খেলতে আসবে না। তারা কিছুক্ষণের মধ্যে তাদের ক্লাব মাঠে অনুশীলন করবে৷ দ্বিতীয় ম্যাচ ছিল বারিধারা ও আবাহনী। দ্বিতীয় ম্যাচে বারিধারা না খেলায় টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। বাফুফে এখনো কোনো ঘোষণা দেয়নি।

এজেড/এটি