বঙ্গবন্ধু বিজয় দিবস ম্যারাথনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। ছেলেদের ম্যারাথনে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট আসিফ বিশ্বাস (২ ঘণ্টা ৩৬মিনিট ৪১সেকেন্ড) দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট ফরিদ মিয়া (২ ঘণ্টা ৩৮ মিনিট) ও তৃতীয়  নৌবাহিনীর এলাহী সরদার (২ ঘণ্টা ৪০ মিনিট ৪৬ সেকেন্ড)। মেয়েদের হাফ ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশ নৌবাহিনীর এ্যাথলেট শামসুন্নাহার রত্নার (১ ঘণ্টা ৩৮ মিনিট ০৮ সেকেন্ড), দ্বিতীয় স্থান এ্যাথলেট নার্গিস জাহান ওহাবের (১ ঘণ্টা ৫২ মিনিট ১০ সেকেন্ড) ও তৃতীয় হয়েছেন নাজনীন সুলতানা (২ ঘণ্টা ৯ মিনিট)। 

সকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দূরপাল্লার ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়। ম্যারাথনটি ছেলেদের জন্য পুরো  ৪২.১৯৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য হাফ ২১.১০০ কিলোমিটার ছিল। ম্যারাথন ইভেন্টটি ২টি গ্রুপে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী হয়ে গুলশান-২ ও ১ হয়ে পুলিশ প্লাজার পাশ দিয়ে হাতিরঝিলের চারিদিকে ফুল ম্যারাথনের জন্য ৫ চক্কর ও হাফ ম্যারাথনের জন্য ২ চক্কর অতিক্রম করে হাতিরঝিলের এম্পিথিয়েটারে সমাপ্তি হয়। এই ইভেন্টটি আসন্ন শেখ কামাল ৪৬ তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ৪২ ইভেন্টের মধ্যে একটি ইভেন্ট।  

ম্যারাথন উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ ফারুকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকির মন্টু। 

এজেড/এনইউ/এটি