আজ শনিবার (২৫ ডিসেম্বর) খিস্ট্রীয় ধর্মীয়বলাম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দিনের শুরু হয়েছে ফেডারেশন কাপ। এমন এক বিশেষ দিনে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিও অনুষ্ঠিত হয়নি। 

আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও ল্যামোস এই বড়দিন কখনো ভুলবেন না, ‘দেশ-বিদেশে অনেক জায়গায় কোচিং করিয়েছি। প্রতিপক্ষ দল আসেনি, এমন কখনো দেখিনি। বড়দিনের এমন ঘটনা ঘটল। এই বড়দিন কখনো ভুলব না।’

আবাহনীর প্রতিপক্ষ উত্তর বারিধারা খেলতে আসেনি। বিষয়টি বিস্মিত করেছে ল্যামোসকে, ‘তাদের আকস্মিক সিদ্ধান্তটা খানিকটা অবাক করেছে। এমন সিদ্ধান্ত আরো আগেই নিতে পারতো।’ 

ঘরোয়া ফুটবলে দল না আসার ঘটনা আগেও আছে। তবে আবাহনীর প্রতিপক্ষ আসেনি এমন কোনো ঘটনা মনে করতে পারছেন না আবাহনীর সাবেক ফুটবলার ও ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু, ‘আমি দেশের ফুটবলের সঙ্গে ৪১ বছর ধরে আছি। আমার খেলোয়াড়ি জীবন ও পরবর্তীতে সংগঠক হিসেবে এমন ঘটনা কখনো হয়নি।’ 

আবাহনী কোচের এবারের বড়দিন একটু ভিন্নই। হেড কোচ হিসেবে প্রথম শিরোপা জয়। আজ খেলা না হওয়ায় দ্রুত বাসায় ফেরার আনন্দ এই পর্তুগীজের, ‘আমার পরিবার সপ্তাহ তিনেক আগে ঢাকায় এসেছে। পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারব এটা অনেক ভালো লাগছে।’ 

এজেড