কিংসকে থামাতে ব্যর্থ মোহামেডান
ছবি : সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় রুখে দিলেও বসুন্ধরা কিংসের কাছে অনেকটা অসহায় আত্মসমর্পণ করেছে ঢাকা মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংস ৪-১ গোলে মোহামেডানকে হারিয়েছে। এই জয়ে তারা পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষেই রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে সাদাকালোদের পয়েন্ট মাত্র পাঁচ।
মোহামেডান ও কিংস দুই দলেরই হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। আজকে হোম ম্যাচ ছিল কিংসের। স্টেডিয়ামের গ্যালারিতে কিংসের সমর্থকই বেশি ছিল মোহামেডানের তুলনায়। মোহামেডান প্রথমার্ধে আক্রমণ ও অন টার্গেট শটে বেশি থাকলেও দ্বিতীয়ার্ধে একচেটিয়াই খেলেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
বিজ্ঞাপন
ম্যাচের দশ মিনিটেই লিড নেয় কিংস। ফার্নান্দেজের ক্রস আর্জেন্টাইন রাউল বেসেরার হেডে মোহামেডান গোলরক্ষক বিপু পরাস্ত হন। ম্যাচে সমতা আনতে মোহামেডান খুব বেশি দেরি করেনি। এগারো মিনিট পরেই স্কোরলাইন ১-১ হয়। কিংসের জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো আতিকের লম্বা থ্রো’র ঠিক মতো গ্রিপে নিতে পারেননি।
সুযোগ কাজে লাগান মোহাম্মদ নুরাত। সমতায় আনার পর মোহামেডান কিছু সময়ের জন্য চেপে ধরে কিংসকে। প্রথমার্ধের যোগ করা সময়ে সেই চাপ উতরে যায় কিংস। মাঝমাঠ থেকে ড্রিবল করে জোনাথনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে মোহামেডান রক্ষণ ভেদ করেন রবসন। শেষে গোলরক্ষক বিপুকে বোকা বানিয়ে দারুণ এক চিপে গোল করেন রবসন। বিরতির আগে এই গোলেই মূলত পেছনে পড়ে যায় মোহামেডান।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যে আবার গোল করে কিংস। এবার বিশ্বনাথের ক্রসে মাথা ছোঁয়ান ফার্নান্দেজ। ৮০ মিনিটে রেফারির বিতর্কিত পেনাল্টিতে আরও এগিয়ে যায় কিংস। জনাথন ফার্নান্দেজকে বক্সের মধ্যে পেছন থেকে ট্যাকল করেন জাফর ইকবাল। রেফারি বিতু বড়ুয়া পেনাল্টির বাঁশি বাজান। রাউল বেসেরার নেয়া পেনাল্টি কিক সাইড পোস্টে লেগে গোললাইন ক্রস করে।
এজেড/এটি/এমএইচ