স্পন্সর সঙ্কট নিয়ে হাফ ছেড়ে বাঁচল বাফুফে
ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগের পৃষ্ঠপোষকতা সঙ্কট নিয়ে বাফুফে হাফ ছেড়ে বাঁচল। ক্রীড়া ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি কে স্পোর্টস বাংলাদেশের ফুটবলের শীর্ষ আসর প্রিমিয়ার লিগের স্বত্ব কিনেছে তিন বছরের জন্য। প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের স্বত্ব এখন কে স্পোর্টসের।
কে স্পোর্টস বাংলাদেশের ফুটবলের এই তিনটি প্রতিযোগিতার প্রচার স্বত্ব দিয়েছে আবার দেশের একমাত্র ক্রীড়া ভিত্তিক চ্যানেল টি স্পোর্টসকে। সোমবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই তিন পক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
বাফুফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদি, কে স্পোর্টসের পক্ষে সিইও ফাহাদ করিম ও টি স্পোর্টসের পক্ষে ইশতিয়াক সাদেক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘বাংলাদেশের ফুটবলে আজ বিশেষ একদিন। একদিকে তিন বছরের লিগ স্বত্ব বিক্রি অন্য দিকে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিভি স্বত্ত্ব বিক্রি করল। এর আগে কখনো এ রকম হয়নি।’
বিজ্ঞাপন
ইতোপূর্বে সাইফ পাওয়ারটেক চার বছরের জন্য লিগের স্বত্ব কিনেছিল। সাইফ পাওয়ার লিগের স্বত্ব কিনলেও সেই বার বেশি ম্যাচ সরাসরি সম্প্রচার হয়নি। কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম বলেন, ‘আমরা বাংলাদেশের ফুটবলের সঙ্গে রয়েছি। এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি এবার ঘরোয়া ফুটবলে যুক্ত হচ্ছি। আশা করি বাফুফে, কো স্পোর্টস ও টি স্পোর্টস মিলে সুন্দর কিছুই উপহার দেব ফুটবলপ্রেমীদের।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক ফুটবলারদের খানিকটা খোঁচাও দিয়েছেন, ‘কয়েক মাস আগেও সাবেক অনেক ফুটবলার বলেছেন, ‘দেশের ফুটবল মরে গেছে’। কিন্তু লিগের ম্যাচে টিভিতে আপনারা দেখছেন দর্শক আসে, নেপাল ম্যাচে দর্শক এসেছে। আমি কিছু বলিনি, বলবও না। টিভিতেই আপনারা প্রমাণ পেয়েছেন ফুটবল বেঁচে আছে না মরে গেছে।’
তিন বছরের চুক্তি করলেও কত অর্থের বিনিময়ে এই চুক্তি হয়েছে এই বিষয়টি প্রকাশ করতে সম্মত হয়নি তিন পক্ষের কোনো পক্ষই।
এজেড/এটি/এমএইচ