বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হবেন এ নিয়ে শেষ কয়েক মাস ধরেই যেন গুঞ্জনের শেষ নেই। সেই গুঞ্জনের পরিসমাপ্তি হচ্ছে আগামীকাল। জাতীয় দল কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা হওয়ার কথা। 

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি বাতিলের পাশাপাশি নতুন কোচের সন্ধানেও কাজ করেছেন। প্রাথমিক তালিকায় প্রাপ্ত কয়েকটি সিভি থেকে সংক্ষিপ্ত তালিকা হয়েছে। সেই সংক্ষিপ্ত তালিকায় তিন জন কোচের নাম রয়েছে। এই কোচদের নিয়ে কাল জাতীয় দল কমিটির সভায় আলোচনা হবে।

ফুটবল সংশ্লিষ্ট অনেকে স্প্যানিশ কোচ হ্যাবিয়ের ক্যাবরেরাকে জেমি ডে’র উত্তরসূরি হিসেবে নাম ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতীয় দল কমিটির সভার আগে আমি কিছুই বলতে পারছি না। যিনিই কোচ হোন সেই সিদ্ধান্ত সভায় আলোচনা-মতামতের ভিত্তিতে হবে।’ 

জামালদের হেড কোচ ছাড়াও জাতীয় দলের কোচিং স্টাফ নিয়েও আলোচনা হবে। জাতীয় দলের কোচিং স্টাফে এবার বিদেশের বদলে দেশি কোচ হওয়ার সম্ভাবনা বেশি। 

আগামীকালের জাতীয় দল কমিটির সভায় কোচ ছাড়াও জানুয়ারি উইন্ডোতে ম্যাচ খেলার ব্যাপারেও সিদ্ধান্ত হবে। ইন্দোনেশিয়ার বালিতে দুইটি ম্যাচ খেলার কথা জানুয়ারির ফিফা উইন্ডোতে। ইন্দোনেশিয়া এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ব্যাপারে স্বীকৃতি দেয়নি।

বাফুফে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনকে আজকের মধ্যে বিষয়টি চূড়ান্তভাবে জানাতে বলেছে। ইন্দোনেশিয়ার কাছ থেকে বিষয়টি চূড়ান্তভাবে জানালে আগামীকাল বিষয়টি জাতীয় দল কমিটির সভায় উথাপিত হবে। 

এজেড/এনইউ