রেফারিং বিতর্ক বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের। সদ্যসমাপ্ত ফেডারেশন কাপের সেমিফাইনালে সেই বিতর্ক আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে সাইফ স্পোর্টিংয়ের পেনাল্টি বাতিলের বিষয়টি নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 

সাইফ স্পোর্টিং ক্লাব গতকাল বাফুফের কাছে রেফারিং নিয়ে দুটো দাবি জানিয়েছে। প্রথম দাবিটি ছিল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য সাফ অঞ্চল থেকে রেফারি আনার। আব্দুস সালাম মুর্শেদী লিগ কমিটির চেয়ারম্যানের পাশাপাশি রেফারিজ কমিটিরও চেয়ারম্যান। বিদেশি রেফারি আনার প্রতি বাফুফে আগ্রহী না, ‘বিদেশি রেফারি আনার কোনো পরিকল্পনা নেই। বিদেশি রেফারিরা জানবে না কোনটা বড় বা ছোট দল। দেশীয় রেফারিদের দিয়েই আমরা খেলা চালাব।’ 

ফেডারেশন কাপের মতো স্বাধীনতা কাপেও রেফারিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। দুই টুর্নামেন্টে রেফারিদের কিছুটা ভুল চোখে পড়েছে রেফারিজ কমিটির চেয়ারম্যানেরও। দুই টুর্নামেন্টের রেফারিং নিয়ে তার মূল্যায়ন, ‘আমরা প্রায়ই রেফারিদের ম্যাচ পর্যালোচনা করি। দু’টো সেমিফাইনালের ভিডিও দেখেছি। রেফারিদের ব্যাপারে আভ্যন্তরীণভাবে সিদ্ধান্তও নেয়া হয়।’

সাইফ স্পোর্টিংয়ের আরেকটি দাবি ছিল বাফুফে কার্যনির্বাহী কমিটির কেউ ম্যাচ চলাকালের ক্লাবের পরিচয়ে ডাগআউটে দাড়াতে  পারবে না। সাইফের দাবির বিষয়টি অন্য একটি ক্লাবের প্রতিনিধি লিগ কমিটির সভায় উঠিয়েছিল। এই বিষয়ে অবশ্য কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। 

এজেড/এনইউ/এটি