জাতীয় দলের ইন্দোনেশিয়া সফর বাতিল। ফিফা উইন্ডোতে ম্যাচ না হওয়ায় ৩ ফেব্রুয়ারির লিগ এগিয়ে আসবে কি না এ নিয়ে ফুটবলাঙ্গনে অনেক প্রশ্ন। সেই উত্তর মিলবে ১৮ জানুয়ারি লিগ কমিটির সভার পর। 

জাতীয় দলের নতুন কোচ এসেছেন গতকাল। ফিফা উইন্ডোতে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। জানুয়ারির শেষ সপ্তাহে কোচ খেলোয়াড়দের কয়েকদিন অনুশীলন করাবেন নাকি খেলোয়াড়রা ক্লাবেই অনুশীলন করে লিগের জন্য প্রস্তুত হবে এটি এখনো জানাতে পারেনি বাফুফে। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এবারের লিগ পুরোটাই হবে অন্য ভেন্যুগুলোতে। ঢাকার বাইরের ভেন্যুগুলো এখনো প্রস্তুত নয়। বসুন্ধরা কিংস এবার নিজেদের কমপ্লেক্সে হোম ভেন্যু করতে চায়। ভেন্যু পরিপূর্ণ প্রস্তুত করতে বসুন্ধরা কিংসের এই মাসের শেষ পর্যন্ত লাগবে। লিগ কমিটির সভায় লিগ শুরুর সময় এগিয়ে আনার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা ভেন্যু। 

আগামী মঙ্গলবার ১৮ জানুয়ারি লিগ কমিটির বৈঠকে অনুর্ধ্ব ১৮ লিগ নিয়ে আলাদা আলোচ্যসুচি রয়েছে। আগের কমিটির সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতাটি সিঙ্গেল লিগ ভিত্তিক হওয়ার কথা বলেছিলেন। বিগত দুটি প্রতিযোগিতা অবশ্য টুর্নামেন্ট ভিত্তিক হয়েছিল। 

এএফসির গাইডলাইন রয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ইয়ুথ দল থাকতে হবে। দক্ষিণ এশিয়ার অনেক দেশ তাদের ক্লাবগুলোকে এটি বাধ্যতামূলক করলেও বাফুফে এক্ষেত্রে অনেকটা নমনীয়। কয়েক বছর বিরতি দিয়ে বাফুফে এবার আবার প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনুর্ধ্ব ১৮ লিগ আয়োজন করতে চায়। 

এজেড/এমএইচ/এটি