দারুণ এক গোল করেছিলেন। পেলেন তার স্বীকৃতিও। বছরের সেরা গোল হয়েছে আর্জেন্টিনা ও বর্তমানে সেভিয়ার ফুটবলার এরিক লামেলার গোল। সুইজারল্যান্ডের জুরিখে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ‘পুস্কাস’ ট্রফি জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যামের হয়েই দেশটির আরেক ক্লাব আর্সেনালের বিপক্ষে গত বছরের মার্চে গোলটি করেছিলেন এরিক লামেলা। তার গোলে ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল তখনকার ক্লাব টটেনহ্যাম। যদিও পরে ম্যাচটিতে ২-১ ব্যবধানে হেরে যায় লামেলার ক্লাব। চলতি মৌসুম শুরুর আগেই স্প্যানিশ ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছেন লামেলা।

বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুস্কাস’ জয়ের দৌড়ে লামেলার সঙ্গে ছিলেন চেক প্রজাতন্ত্রের পেট্রিক শিক। ইউরোতে প্রায় নিজেদের অর্ধ থেকে করা শটে গোল করেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ইরান ও পোর্তোর স্ট্রাইকার মাহদী তারেমেইও।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বাই সাইকেল কিকে গোল করেছিলেন তিনি। তবে মাহদী ও শিককে টপকে শেষ পর্যন্ত ‘পুস্কাস’ আওয়ার্ড জিতে নিয়েছেন লামেলা। এর আগে প্রিমিয়ার লিগের মৌসুম সেরা গোলের পুরস্কারটিও নিজের করেছিলেন লামেলা।

এমএইচ