এত বড় কোচিং কোর্স, জানতেন না কমিটির চেয়ারম্যান!
পাঁচ দিন ব্যাপি এএফসি প্রো-লাইসেন্সের তৃতীয় মডিউল শেষ হয়েছে গতকাল। বাংলাদেশের ফুটবলে এর আগে এত বড় মাপের কোচিং কোর্স অনুষ্ঠিত হয়নি। এত বড় কোচিং কোর্সের উদ্বোধন-সমাপনী কোনো কিছুতেই দেখা যায়নি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহীকে।
টেকনিক্যাল কমিটির অধীনেই কোচিং কোর্স কার্যক্রম। অথচ সেই কমিটির চেয়ারম্যান জানতেন না এই কোচিং কোর্স সম্পর্কে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক সময়ে ভালো উদ্যোগের মধ্যে এটি অন্যতম। লি'র মতো বিশ্বকাপ খেলা ফুটবলার এই কোর্সে অংশ নিয়েছে। এটা অত্যন্ত গর্বের। দুঃখজনক হলেও সত্য, আমার কমিটির অধীনে হলেও এই কোর্সের ব্যাপারে আমাকে ফেডারেশন অফিস থেকে কিছু জানানো হয়নি। গণমাধ্যম ও বিভিন্ন সুত্রে আমি জেনেছি।’
বিজ্ঞাপন
কোর্সের তৃতীয় মডেলের সময়সূচি ছাড়াও আরো কিছু বিষয়ে অজ্ঞাত কমিটির চেয়ারম্যান। ২৩ জন প্রো কোর্স কারীর কাছ থেকে কোটি টাকার বেশি ফি আদায় হবে। এর ব্যয় ও আনুষঙ্গিক বিষয় নিয়ে তেমন ধারণা নেই কমিটির চেয়ারম্যানের, ‘এ সম্পূর্ণ বিষয়টি দেখেন টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি ও সাধারণ সম্পাদক (আবু নাঈম সোহাগ)। তারাই এ ব্যাপারে এখন ভালো বলতে পারেন।’ এভাবে অবশ্য দায় এড়াতে চান না বাফুফের এই সহ-সভাপতি। তিনি কিছু দিনের মধ্যে সকল কার্যক্রমের প্রতিবেদন ও হিসাব জানতে চেয়েছেন।
পল স্মলি বাফুফের এখন অনেক নির্বাহী কমিটির কর্মকর্তাদের চেয়ে প্রভাবশালী। পল স্মলির কর্ম পরিধি ও এখতিয়ার নিয়ে প্রশ্ন নির্বাহী কমিটির অনেকেরই। টেকনিক্যাল ডাইরেক্টরের কার্যক্রমের পরিধি ব্যাপক হলেও টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট এই দুই কমিটির কাছে তিনি সরাসরি দায়বদ্ধ। এই দুই কমিটির অধীনে পলের নির্দেশনায় অনেক কর্মকাণ্ড হয় যেটা কমিটির অনেকেই জানেন না।
বিজ্ঞাপন
বাফুফে নির্বাহী কমিটির সঙ্গে প্রশাসনের সেতুবন্ধনকারীর দায়িত্ব সাধারণ সম্পাদকের। বাফুফের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি তিনি৷ নির্বাহী কমিটি ও ফুটবলের স্টেকহোল্ডারদের সঙ্গে প্রশাসনিক নানা বিষয়ে যোগাযোগের প্রধান ব্যক্তি সাধারণ সম্পাদক। সাম্প্রতিক সময়ে নির্বাহী কমিটির অনেকের সঙ্গে তার যোগাযোগের ঘাটতি দেখা গেছে। সেখানে ফুটবলের অন্য স্টেকহোল্ডারদের কি অবস্থা সহজেই অনুমেয়।
বাফুফের গত নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে টাই হয়। এজন্য এক মাস পর ভোট হয়। সেই এক মাসের মধ্যে নির্বাহী কমিটির সভায় বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টন হয়। অবশিষ্ট সহ-সভাপতির জন্য টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদ রাখা হয়।
এজেড/এটি