আবাহনীর পর শেখ জামালকেও রুখে দিল পুলিশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরো জমিয়ে তুলল বাংলাদেশ পুলিশ। দ্বিতীয় রাউন্ডে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পুলিশ। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচেও শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে শেখ জামালকে।
শেখ জামাল গত দুই রাউন্ডে বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে সহজেই জিতেছিল। টানা দুই জয়ে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে হোঁচট খেয়েছে শেখ জামাল। পুলিশ জামালের বিরুদ্ধে দারুণভাবে লড়েছে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলে শেষ পর্যন্ত কাঙ্খিত গোল পায়নি। ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে শেখ জামালের উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিজ্ঞাপন
বাংলাদেশ পুলিশ লিগে এমন পারফর্ম্যান্সের আভাস অবশ্য স্বাধীনতা কাপেই দিয়ে রেখেছিল। উঠেছিল সেমিফাইনালে, শক্তিশালী বসুন্ধরা কিংসের বিরুদ্ধে শেষ চারে তারা লড়েছিল অতিরিক্ত সময় পর্যন্ত।
লিগের দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে পুলিশ জয় পেতে পেতেও পায়নি। সেই ম্যাচে রেফারি আট মিনিট ইনজুরি সময় দেয়। তৃতীয় মিনিটে আবাহনী ম্যাচে সমতা আনে।
বিজ্ঞাপন
আজকের এই ড্রয়ের পরও অবশ্য শেখ জামাল আছে লিগের শীর্ষেই। আগামীকাল সাইফ স্পোর্টিং শেখ রাসেলের বিরুদ্ধে টানা তৃতীয় জয় পেলে শেখ জামাল তাদের শীর্ষস্থান হারাবে। জামাল তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে, সাইফের অর্জন দুই ম্যাচে ছয় পয়েন্ট। অন্য দিকে পুলিশ তিন ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট ঝুলিতে পুরেছে। সেই দুই পয়েন্ট অবশ্য এসেছে অত্যন্ত শক্তিশালী বড় দুই দলের বিপক্ষে।
এজেড/এনইউ