গোলের পর উচ্ছ্বসিত রোনালদো/ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়াইনের মতো। বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দামী হয়ে উঠছেন পর্তুগীজ তারকা। রোমার বিপক্ষে গোল করে দারুণ এক কীর্তি ছুঁয়েছেন তিনি, ৩০ পেরোনোর পর থেকে ৩০০তম গোলের দেখা পেয়েছেন তিনি। তার গোলে রোমাকে ২-০ গোলে হারিয়ে সিরি’আর তিনে উঠে এসেছে তার দল জুভেন্তাস।

রোনালদো প্রায়ই বলেন, তার ৪০ পর্যন্ত খেলার সম্ভাবনাটাও উড়িয়ে দেয়া যায় না। তারই যেন প্রমাণ দিচ্ছেন প্রতিনিয়ত। ৩০ এর আগে যেখানে ৭১৮ ম্যাচে করেছিলেন ৪৬৩ গোল, সেখানে ৩০ পেরোনোর পর ৩০০ গোল করেছেন মাত্র ৩২৬ ম্যাচে! এই রোনালদো থামবেন কোথায়?

তবে সে প্রশ্নের ধারেকাছেও যাবে না জুভেন্তাস, তা হলফ করেই বলা যায়। গেল মঙ্গলবার কোপা ইতালিয়ায় তার জোড়া গোলেই পিছিয়ে পড়েও ইন্টারের বিপক্ষে জিতেছিল দলটি। শনিবার রাতেও এগিয়ে গেল তারই লক্ষ্যভেদে! ১৩ মিনিটে আলেক্স সান্দ্রোর পাস খুঁজে পায় আলভারো মোরাতাকে। স্প্যানিশ ফরোয়ার্ডের জোগান থেকেই বিপদসীমার কাছ থেকে ‘দুর্বল’ বাঁ পায়ে শট করেন রোনালদো, বল আছড়ে পড়ে রোমার জালে। তাতেই মাইলফলকের দেখা পান রোনালদো। 

চলতি সিরি’আয় এর ফলে রোনালদোর গোলের সংখ্যা দাঁড়াল ১৬-তে। প্রথম গোলের নয় মিনিট পর রোনালদোর শট ক্রসবারে প্রতিহত না হলে, কিংবা বিরতির ঠিক আগে পাও লোপেজ দারুণ ক্ষিপ্রতায় তার চেষ্টা না ঠেকালে সংখ্যাটা ১৭-তেও উন্নীত হতে পারতো। ৬৯ মিনিটে রোমা ডিফেন্ডার ইবানেসের আত্মঘাতী গোলে ম্যাচের সব অনিশ্চয়তার অবসান ঘটে। 

এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন করে কোচ আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা উঠে এসেছে তালিকার তৃতীয় স্থানে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট পাওয়া রোমা নেমে গেছে তালিকার চারে। আগের দিনই শীর্ষে ওঠা ইন্টার ২১ ম্যাচ থেকে জিতেছে ৪৭ পয়েন্ট। তবে তাদের পরে থাকা মিলান খেলেছে এক ম্যাচ কম, ৪৬ পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে নগর প্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে।

এনইউ/এটি