ছবি : ইএসপিএন ক্রিকইনফো

আগের দিন ২৮ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ব্যাটিং ব্যর্থতা থেকে আর বের হতে পারেনি তারা। হাসান আলির পাঁচ উইকেটের কল্যাণে সফরকারীদের ২০১ রানে গুঁটিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। 

রাউয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান লিড নিয়েছে ঠিক ২০০ রানের। দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই তারা। ১২৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। 

তৃতীয় দিনে প্রোটিয়াদের ভরসার কেন্দ্রবিন্দুতে ছিলেন কুইন্টন ডি কক। কিন্তু এদিন স্কোরকার্ডে মাত্র ৮ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান তিনি। ২০ বলে ২৯ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরত যান ডি কক। 

আগের দিন তার সঙ্গে অপরাজিত থাকা টেম্বা বাভুমা অবশ্য অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তবে অন্য পাশের ব্যাটসম্যানরা কেউই তাকে ভালো মতো সঙ্গ দিতে পারেননি। পাঁচ চারে ১৩৮ বলে ৪৪ রানে থামে বাভুমার ইনিংস। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২০১ রানে। ১৫ ওভার চার বল হাত ঘুরিয়ে ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট পান হাসান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থায় নেই পাকিস্তান। ১২৯ রান তুলতে ছয় উইকেট হারিয়েছে তারা। প্রোটিয়াদের বড় লক্ষ্য দিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটের দিকে তাকিয়ে আছে স্বাগতিকরা। ৫৬ বলে ২৮ রানে অপরাজিত আছেন তিনি, তার সঙ্গে শূন্য রানে দিন শুরু করবেন হাসান আলি।  

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ২৭২

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৫.৪ ওভারে ২০১ (আগের দিন ১০৬/৪) (বাভুমা ৪৪*, ডি কক ২৯, মুল্ডার ৩৩, লিন্ডে ২১; শাহিন শাহ আফ্রিদি ১৩-২-৩৭-১, হাসান আলি ১৫.৪-২-৫৪-৫)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫১ ওভারে ১২৯/৬ ( আজহার ৩৩, রিজওয়ান ২৮*, ফাহিম ২৯, হাসান ০*; রাবাদা ৭-৩-৪-১, লিন্ডে ৯-৫-১২-৩)।

এমএইচ