বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের নতুন মৌসুমের শুরুটা দারুণ হলো বাফুফে এলিট একাডেমির। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি ২-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। 

এলিট একাডেমির পক্ষে জোড়া গোল করেন মিরাজুল। ২১ ও ২৯ মিনিটে গোল দুটো করেন এই ফুটবলার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় একাডেমি। বিরতি থেকে ফিরে হেফাজ ৮৫ মিনিটে এক গোল শোধ করেন। তবে ম্যাচের বাকি সময় সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয় নোফেল। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে একাডেমি। প্রতিযোগিতার রাতের ম্যাচে ফর্টিজ ও গোপালগঞ্জ ফুটবল ক্লাব মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আগামীকাল ২১ ফেব্রুয়ারি কোনো খেলা নেই। ২২ ফেব্রুয়ারি পুনরায় খেলা শুরু হবে। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ ছিল বিরতি। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলা নেই। ২২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস রহমতগঞ্জের মুখোমুখি হবে কিংস অ্যারেনায়। পরের দিন সিলেটে আবাহনী-মোহামেডান ম্যাচ। আবাহনী আগামীকাল ফ্লাইটে সিলেটে পৌঁছাবে।

এজেড/এনইউ