জামালদের দুই আন্তর্জাতিক ম্যাচ মার্চে
মার্চের ফিফা উইন্ডোতে জামাল ভূঁইয়ারা দুটি ম্যাচ খেলবেন। একটি ম্যাচ খেলবেন মালদ্বীপে গিয়ে, আরেকটি ম্যাচ হবে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে। মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মার্চ আর সিলেট স্টেডিয়ামে জামাল ভূঁইয়ারা খেলবেন ২৯ মার্চ।
বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এই দুই ম্যাচ সম্পর্কে বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কয়েকটি (লাওস, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া) দেশের আলোচনা হয়েছিল। পরবর্তীতে আমরা সব কিছু বিচার বিবেচনা করে মালদ্বীপে একটি অ্যাওয়ে ও সিলেটে একটি হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নেই। ২৪ মার্চ মালদ্বীপ ম্যাচ খেলে ফুটবলাররা পরের দিন সরাসরি সিলেটে যাবে। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে।’
বিজ্ঞাপন
জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ায় দুই ম্যাচ সিরিজ খেলার কথা ছিল। অনেক ফুটবলারের করোনা ভ্যাক্সিন না থাকায় সেই সফর বাতিল হয়। এই এক মাসের মধ্যে ফুটবলারদের অনেকেরই ভ্যাক্সিন জটিলতা কেটেছে। ফলে মালদ্বীপ সফরে তেমন সমস্যা হবে না।
২৪ মার্চ মালদ্বীপে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচের আগে সপ্তাহ খানেক সময় দলকে অনুশীলন করাবেন নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি ইতোমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করছেন। সেখান থেকে ফুটবলার বাছাই করবেন জাতীয় দলের জন্য। উত্তরায় পুলিশ মাঠের সুযোগ সুবিধা নতুন কোচের পছন্দ হয়েছে। সেখানে ক্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।
বিজ্ঞাপন
এজেড/এটি/এনইউ