এশিয়ান গেমসের বাছাই ও এশিয়া কাপের জন্য ৩৫ জনের প্রাথমিক দলে ছিলেন না বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। নির্বাচক কমিটি জিমির পরিবর্তে তরুণদের সুযোগ দিতে চেয়েছিলেন। এশিয়া কাপের মতো আসরে জিমির নাম না থাকায় নির্বাহী কমিটির সভায় অনেকে প্রশ্ন তোলেন। পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতেই জিমিকে নিয়েই প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল।

বাদ দিতে যাওয়া সেই জিমিই এখন বাংলাদেশ তো বটেই, এশিয়ার হকির অনন্য রেকর্ডধারী। ২০০৩-২২ টানা ছয়টি এশিয়া কাপ খেলার রেকর্ড নেই এশিয়ার অন্য কোনো হকি খেলোয়াড়ের।

রাসেল মাহমুদ জিমি বাংলাদেশ হকির অন্যতম তারকা। গত এক যুগের বেশি সময় দেশের হকির সবচেয়ে বড় নির্ভরতার নাম জিমি। নিজেকে দেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। এবার পেলেন এশিয়ান হকি ফেডারেশনের এক স্বীকৃতি।

এশিয়া কাপ হকি এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের হকি টুর্নামেন্ট। জিমি একমাত্র টানা ছয়টি এশিয়া কাপ খেলার কীর্তি গড়েছেন। জিমির এই রেকর্ডের স্বীকৃতি দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। আজ ইন্দোনেশিয়া ও বাংলাদেশের ম্যাচের পর জিমিকে একটি ক্রেস্টের মাধ্যমে এই স্বীকৃতি দেয়া হয়। জিমি আজকের ম্যাচে একটি গোলও করেছেন।

এজেড/এইচএমএ