মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে প্রবেশদ্বারে তৈরি হচ্ছে তোরণ। চারদিকে গ্যালারিতে লেগেছে রং। সব কিছুর উপলক্ষ ফ্র্যাঞ্চাইজ হকি লিগ। আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে।

সাইফ পাওয়ার খুলনার আইকন খেলোয়াড় বিপ্লব কুজুর প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ হকির আগের এই মুহূর্তকে ঈদের সঙ্গেই তুলনা করলেন,‘চারদিকে সাজ সাজ রব। আমাদের হকি খেলোয়াড়দের কাছে ঈদ ঈদ লাগছে। এমন আনন্দময় উপলক্ষ আমরা আগে দেখিনি।’

ফ্র্যাঞ্চাইজ হকি উপলক্ষে মওলানা ভাসানী স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। আজ পড়ন্ত বিকেলে লিগের ট্রফি নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজ দলের অধিনায়ক ফটোসেশন করেছেন। এমন বিকেল বাংলাদেশের হকিতে আগে কখনো আসেনি।

দলীয় সম্ভাবনাময় খেলার মধ্যে হকি অন্যতম। নেতৃত্ব সংকট ও পরিকল্পনার জন্য এই খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে এগোতে পারেনি। ঘরোয়া হকির লিগের জন্য খেলোয়াড়দের আন্দোলন করতে হয় নিয়মিত। সেখানে ক্রিকেটের আদলে ফ্র্যাঞ্চাইজভিত্তিক লিগ হওয়ায় সব খেলোয়াড়ই উৎফুল্ল।

বর্তমান সময়ে হকির অন্যতম তারকা খেলোয়াড় আশরাফুল ইসলাম। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন গত মৌসুম। ক্লাব হকির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজ হকির পার্থক্য নিরূপণ করলেন এভাবে, ‘লিগে আবাহনী, মোহামেডান, মেরিনার ও উষা এই তিন চার ক্লাবের মধ্যে শিরোপা লড়াই হয়। এখানে ফ্র্যাঞ্চাইজ ছয় দলই প্রায় সমান। ছয় দলেরই সমান সামর্থ্য রয়েছে।’

শুধু দলীয় সামর্থ্য নয়, অনুশীলন এবং কোচিংয়েও পার্থক্য খুঁজে পেয়েছেন এই ডিফেন্ডার,‘ প্রতি ফ্র্যাঞ্চাইজে বিদেশি কোচ রয়েছে। যেটা ঘরোয়া ক্লাবে থাকে না। বিদেশি কোচের মাধ্যমে অনুশীলন ও ট্যাকটিসে অনেক কিছু শেখা যাচ্ছে’। আগামীকাল থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে কিন্তু বিদেশি কোচরা এসেছেন মাত্র দিন দুয়েক আগে। যদিও আশরাফুলের দল ওয়ালটন ঢাকায় বিদেশি কোচ এসেছে সপ্তাহ খানেক।

ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা দলটি সিনিয়র খেলোয়াড় বেশি। হকির অন্যতম কিংবদন্তী রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টুরা এই দলে রয়েছেন। অধিনায়ক ইমরান হাসান পিন্টু শিরোপার দাবি রেখেছেন,‘অন্য সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। মাঠে যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হতে পারবে।’

সাইফ পাওয়ার খুলনার অধিনায়ক খোরশেদুর রহমান একটু বেশি উচ্ছ্বসিত,‘নিঃসন্দেহে এটি হকির দারুণ উদ্যোগ। আমরা উদ্বোধনী ম্যাচ খেলে ইতিহাসের প্রথম অংশ হবে এজন্য বেশি রোমাঞ্চিত। আশা করি জিততে পারব।’

আগামীকাল থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজ হকি লিগ শেষ হবে ১৭ নভেম্বর। লিগের প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়। চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে ফ্লাডলাইটের আলোয় খেলা আয়োজন নিয়ে সংশয় ছিল। আজ বিকেলে মন্ত্রণালয়ে গিয়েছিলেন ফেডারেশন ও লিগের আয়োজকরা। সেখান থেকে ফিরে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন,‘প্রকাশিত ফিকশ্চারেই খেলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এতে সম্মতি দিয়েছে’। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার হওয়ার কথা।

আগামীকালের খেলা :

একমি চট্টগ্রাম- সাইফ পাওয়ার খুলনা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

রূপায়ণ সিটি কুমিল্লা- মোনার্ক পদ্মা (রাত সোয়া আটটা )

এজেড/আরএইচ