বিশ্বকাপের মধ্যেও হকির খোঁজ রাখেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলা অবস্থাতেও সাকিব আল হাসান হকি ফ্রাঞ্চাইজে তার দল মোনার্ক পদ্মার খোঁজ খবর রাখেছেন।
আজ পড়ন্ত বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশনে ছিলেন মোনার্ক পদ্মার অধিনায়ক ইমরান হাসান পিন্টু। যিনি সাকিব আল হাসানের বিকেএসপির রুমমেট।
বিজ্ঞাপন
আগামীকাল ফ্রাঞ্চাইজ হকি শুরু হচ্ছে। এর আগে সাকিবের কোনো বার্তা আছে কী না? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার মধ্যে থাকলেও টুকটাক মেসেজ আদান-প্রদান হয়। সেখানে তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছি’।
সাকিব আল হাসান মোনার্ক মার্ট পদ্মার চেয়ারম্যান। মোনার্ক পদ্মা ক্রীড়াঙ্গনের বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত হচ্ছে। প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজ হকিতে দল নিয়েছে মোনার্ক। ফ্রাঞ্চাইজ হকির একটি অনুষ্ঠানে সাকিব নিজেও উপস্থিত ছিলেন। সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়, মোনার্কের সঙ্গে সাকিব আল হাসান জড়িত। ফলে চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে পিন্টু বলেন, ‘এখানে ৬টি দলই চ্যাম্পিয়ন হতে চায়। প্রায় সবারই সমান সম্ভাবনা রয়েছে। আমাদের বাড়তি কোনো চাপ নেই।’
বিজ্ঞাপন
এজেড/এসএম