প্রিমিয়ার হকি লিগের একই দিনে জিতেছে তিন বড় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড ও মেরিনার ইয়াংস ক্লাব।

মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মেরিনার্স ৬-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে,দ্বিতীয় ম্যাচে মোহামেডান ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে দিলকুশা এসসিকে ও দিনের শেষ ম্যাচে আবাহনী লিমিটেড ৬-০ গোলে হারায় অ্যাজাক্স এসসিকে। 

মেরিনারের  ফজলে হোসেন রাব্বি ৩টি এবং মিলন হোসেন, হৃদয় ও সোহানুর রহমান একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন আবদুল মালেক। ঢাকা মোহামেডানের হয়ে মইনুল ইসলাম কৌশিক চারটি এবং খালেদ মাহমুদ রাকিন, রাসেল মাহমুদ জিমি ও নাসির হোসেন দু’টি করে গোল করেন। ঢাকা আবাহনীর হয়ে জয়ী মাহবুব হোসেন চারটি এবং হাসান যুবায়ের নিলয় দু’টি গোল করেন।

এজেড/এনইউ