মারামারি করে শাস্তি পেল আবাহনী
ঘরোয়া হকি মানেই যেন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা। আবার মাঝে মধ্যে খেলোয়াড়রা নিজেদের মধ্যেই বিবাদে জড়ান। বড় ম্যাচগুলোতে এমন ঘটনা হয় বেশি।
আবাহনী-মেরিনার্সের ম্যাচের ঘটনাটা অবশ্য এক্ষেত্রে একটু ব্যতিক্রম। ১৫ নভেম্বর আবাহনী ও মেরিনার্সের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। অনেকটা শান্তভাবেই চলা ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে শেষ বাঁশি বাজার পর।
বিজ্ঞাপন
আবাহনীর খেলোয়াড়রা প্রথমে মেজাজ হারিয়েছেন। পরে মেরিনার্সের খেলোয়াড়রাও বিবাদে জড়ান। আম্পায়ারের রিপোর্টে আবাহনীর অখেলোয়াড়সুলভ আচরণের বিষয়টি উল্লেখ ছিল। সেই প্রেক্ষিতে আবাহনীর নাইমউদ্দিনকে পরবর্তী চার ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সিদ্ধান্ত সম্পর্কে লিগ কমিটির সম্পাদক আবু তাহের লতিফ মুন্না বলেন, ‘বাইলজ ও আম্পায়ার্স রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। নাইম উদ্দিন অখেলোয়াড়সুলভ আচরণ করায় তাকে নিষিদ্ধ এবং পাশাপাশি আর্থিক দন্ডও দেয়া হয়েছে।’
আবাহনী নাইম উদ্দিনকে চার ম্যাচ পাচ্ছে না। সুপার ফাইভে একটি মাত্র ম্যাচ খেলতে পারবেন তিনি। ক্লাব কাপের সেমিফাইনালে নিষিদ্ধ ছিলেন জিমি। সেই সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডান ক্লাব কাপ বর্জন করে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ