২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের পর বাংলাদেশ হকি দল আর ম্যাচ খেলেনি। প্রায় ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে নামছেন জিমি-আশরাফুলরা। আগামীকাল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে আশরাফুলদের প্রতিপক্ষ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী দল ভারত। 

আগামীকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। 

৪০ মাস আগে (প্রায় সাড়ে তিন বছর) জাতীয় দলের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ান কোচ গোবীনাথান। ঘটনাচক্রে সেই গোবীই আবার জাতীয় দলের কোচ। মাঝে ভারত অলিম্পিক পদক জিতলেও বাংলাদেশ কোনো ম্যাচই খেলতে পারেনি।

এরপরও প্রতিদ্বন্দ্বিতা করার আভাস কোচের কণ্ঠে, ‘ভারত বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছে। তারা টেকনিক্যালি-ট্যাকটিক্যালি দুই দিক থেকেই সেরা। কোভিড, নন কোভিড কোনো অবস্থাতেই তাদের খেলা কিন্তু বন্ধ ছিল না। তারা অলিম্পিকেও তিন নম্বর হয়েছে। পদক জিতেছে। ভারতের বিপক্ষে আমরা শুধু নিজেদের সেরাটা চেষ্টা করব। একটা কথাই আমি দিতে পারি যে ছেলেরা শতভাগ দিয়ে মাঠে খেলবে। এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না।’ 

অধিনায়ক আশরাফুল ইসলাম নিশ্চিত হার ধরে নিয়েই মাঠে যেতে চান, ‘আমরা যদি বলতে যাই যে তাদের বিপক্ষে আমরা জিতব কিংবা ড্র করব। এটা আমাদের বলাটা সমীচীন হবে না। সম্প্রতি অলিম্পিকে তারা মেডেল জিতেছে। এমন দলের বিপক্ষে আগে-ভাগে কিছু বলাটা ঠিক নয়। ২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে হার প্রত্যাশা।’ যদিও ভারতের অলিম্পিক দলের সবাই আসেনি। ব্রোঞ্জজয়ী দলের সাত জন এসেছেন ঢাকায়।

টুর্নামেন্টের শুরুর সূচিতে আজ মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। মালয়েশিয়া না আসায় সূচি পরিবর্তন হয়েছে। আজ উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ নেই। সূচি পরিবর্তন নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘না এটা কোনো প্রভাবই ফেলবে না। কারণ আমাদের কোচিং স্টাফ প্রত্যেক দলের গেম সম্পর্কেই ধারণা দিয়েছেন। আমরা এখন মাঠে এসেছি কোরিয়া-ভারতের ম্যাচ দেখতে। এখন থেকেও অনেক কিছু ধারণা পাব।’ 

ভারত সম্পর্কে এখন পর্যন্ত অধিনায়কের পর্যবেক্ষণ,‘ ভারত আমাদের চেয়ে সবদিক থেকেই শক্তিশালী। পেনাল্টি কর্নার থেকে শুরু করে মিডফিল্ড সাইড, রক্ষণভাগ- সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো।’ 

টুর্নামেন্টের প্রতিটি দল বাংলাদেশের চেয়ে এগিয়ে। স্বাগতিক দেশ হিসেবে শুধু অংশগ্রহণই কি বাংলাদেশের স্বার্থকতা নয় আশরাফুল চান আপসেট ঘটাতে, ‘আমরা চাইব যে কোনো একটা/দুইটা টিমকে আপসেট উপহার দিতে।’

এজেড/এটি/এনইউ