জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর ছিল। ফুটবলারদের অনেকের দুই ডোজ টিকা নেননি। এজন্য শেষ পর্যন্ত জামাল ভূঁইয়াদের সফর বাতিল হয়েছে। 

আগামী মার্চে এএইচএফ কাপ টুর্নামেন্ট উপলক্ষ্যে জাতীয় হকি দলের ইন্দোনেশিয়া সফর রয়েছে। এই উপলক্ষ্যে আজ বাংলাদেশ হকি ফেডারেশন ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ডাক পাওয়া ফুটবলারদের ৮ ফেব্রুয়ারির মধ্যে কোভিড দুই ডোজের রিপোর্ট ফেডারেশনে জমা দিতে বলা হয়েছে। 

ফুটবলারদের অনেকেরই ছিল না এই সার্টিফিকেট। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের আশাবাদ, ‘ইন্দোনেশিয়া সফরের জন্য দুই ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক। আমাদের খেলোয়াড়দের মধ্যে অনেকে বুস্টারও নিয়েছে বলে শুনেছি। আশা করি আমরা ভ্যাকসিন জটিলতায় পড়ব না।’

২৮ জনের প্রাথমিক ক্যাম্প শুরু হবে ১২ ফেব্রুয়ারি বিকেএসপিতে। ২৮ জনের প্রাথমিক দলে নেই ফরোয়ার্ড মাইনুল ইসলাম কৌশিক। জাতীয় দল সিলেকশন কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এএ আদেল বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দলের অনেকেই রয়েছেন স্কোয়াডে সঙ্গে কয়েকজন নতুন মুখও রয়েছেন।’ গোলরক্ষক নুরুনুজ্জামান নয়ন, মিডফিল্ডার আবেদ উদ্দিন ও রাজু আহমেদ তপু জাতীয় দলের ক্যাম্পে এবারই প্রথম ডাক পেয়েছেন।

২৮ জনের প্রাথমিক দলে রয়েছেন- গোলরক্ষক: বিপ্লব কুজুর, অসীম গোপ, নুরুজ্জামান নয়ন,আবু সাঈদ নিপ্পন রক্ষণভাগ: খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, শফিউল ইসলাম শিশির,  সারওয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন মধ্যমাঠ: সারোয়ার হোসেন,রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, প্রিন্স লাল সীমান্ত, রাজু আহমেদ তপু, আবেদ উদ্দিন আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, পুষ্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন, দীন ইসলাম ইমন, রাকিবুল ইসলাম জুনিয়র, মাহবুব হোসেন ও রাজীব দাস।

এমএইচ