ভ্যাকসিন জটিলতা নেই হকিতে
ভ্যাকসিন জটিলতায় ইন্দোনেশিয়া সফরে যেতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। ইন্দোনেশিয়ায় যেতে দুই ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক। বাংলাদেশ দলের অনেকের ছিল এক ডোজ আবার অনেকের ভ্যাকসিন নেওয়া ছিল না।
আগামী মাসে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ডেকেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেই খেলোয়াড়দের ৮ ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট ও দুই ডোজ ভ্যাকসিনের সনদ জমা দিতে বলা হয়েছিল ফেডারেশনের।
বিজ্ঞাপন
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের ভ্যাকসিন জটিলতা নেই। প্রায় সবারই দুই ডোজ সার্টিফিকেট রয়েছে। পাশাপাশি অনেকই বুস্টার ডোজ নিয়েছেন।’ বাংলাদেশ হকি দলের খেলোয়াড়দের মধ্যে অনেকেই সার্ভিসেস বাহিনীতে কর্মরত। বাহিনী থেকে তারা নির্ধারিত সময়েই ভ্যাকসিন গ্রহণ করেছেন।
ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপ টুর্নামেন্টের জন্য ১২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে বিকেএসপিতে। সপ্তাহ তিনেকের মতো দলকে অনুশীলন করানোর সময় পাবেন কোচ গোপীনাথান। জাতীয় দলের প্রাথমিক তালিকায় থাকা ২৮ জনের নাম এশিয়ান গেমসে নিবন্ধনের জন্য বিওএ’তে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন।
বিজ্ঞাপন
এদিকে ইন্দোনেশিয়াতে রয়েছেন বাংলাদেশের শ্যুটাররা। আইএসএসএফ জাকার্তা গ্রাঁ প্রিঁর ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান। বুধবার কোয়ালিফিকেশন রাউন্ডে শোভন ৬২০.৮ স্কোর করে সেমিফাইনাল-১ এ উঠেন।
৬২০.৩ স্কোর করে সেমিফাইনাল-২ এ উঠেন রাব্বি হাসান। আট জন শুটার সেমিফাইনাল নিশ্চিত করেছেন। যার মধ্যে শোভন পঞ্চম এবং রাব্বি ষষ্ঠ হন। আগামীকাল এই ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাই, সেমিফাইনাল-ফাইনালও আগামীকাল অনুষ্ঠিত হবে।
এজেড/এমএইচ