শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘ন্যাশনাল ইয়ুথ র‍্যাঙ্কিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ইয়ুথ র‍্যাঙ্কিং টুর্নামেন্টে আজ আব্দুর রহমান আলিফ এবং সাগর ইসলাম রিকার্ভ অনুর্ধ্ব-১৮ (ক্যাডেট) ক্যাটাগরির বালক বিভাগে ৬৮০ স্কোর করে ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল হাকিম আহমেদ রুবেলের, ৬৭৩ স্কোর করে গড়েছিলেন এই রেকর্ড। 

কোয়ালিফিকেশন রাউন্ডে অনুর্ধ্ব-২১ (জুনিয়র) ক্যাটাগরির রিকার্ভ ইভেন্টে ছিল বিকেএসপিরই জয়জয়কার, শীর্ষ তিনজনই ছিলেন বিকেএসপির। ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে প্রদীপ্ত চাকমা ৬৪৯ স্কোর করে ১ম, তৌহিদ হাসান তন্ময় ৬১০ স্কোর করে ২য় ও মিশাদ প্রধান ৫৯৬ স্কোর করে ৩য় হন।

একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে বিকেএসপির দিয়া সিদ্দিকী ৬২৯ স্কোর করে ১ম, বাংলাদেশ বিমান বাহিনী রাবেয়া খাতুন ৫৩৪ স্কোর করে ২য় ও বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব রাদিয়া আক্তার শাপলা ৫২৮ স্কোর করে ৩য় হন। 

কম্পাউন্ড ইভেন্টে ৫০মিটার দূরত্বেও আধিপত্য দেখিয়েছে বিকেএসপি। অ-২১ রিকার্ভের মতো এখানেও শীর্ষ তিন আরচার ছিলেন বিকেএসপির। ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে হিমু বাছাড় ৬৯২ স্কোর করে ১ম, মো: আসিফ মাহমুদ ৬৭৫ স্কোর করে ২য় ও রাদিন বিন তালেব ৬৭২ স্কোর করে ৩য় হন।

একই ইভেন্টে বালিকাদের মধ্যে বিকেএসপির পুস্পিতা জামান ৬৭১ স্কোর করে ১ম, বাংলাদেশ আনসারের লামিয়া ইসলাম ৬৩১ স্কোর করে ২য় ও বিকেএসপির উর্মি খাতুন ৬২৪ স্কোর করে ৩য় হন।

অনুর্ধ্ব-১৮ (ক্যাডেট) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৬০ মিটার দূরত্বে ৭২টি তির ছুড়ে বালকদের মধ্যে আব্দুর রহমান আলিফ (বিকেএসপি) ৬৮০ স্কোর করে ১ম, মো: সাগর ইসলাম (বিকেএসপি) ৬৮০ স্কোর করে ২য় ও মো: রাকিব মিয়া (বিকেএসপি) ৬৫৫ স্কোর করে ৩য় হন। 

একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে ফামিদা সুলতানা নিশা (বিকেএসপি) ৬৩৭ স্কোর করে ১ম, মোসাম্মৎ মনিরা আক্তার (বিকেএসপি) ৫৭০ স্কোর করে ২য় ও উম্যা চিং মারমা (বিকেএসপি) ৫৬৯ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড ইভেন্টে ৫০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকাদের মধ্যে উম্মে হাবিবা অনন্যা (বিকেএসপি) ৪৬৬ স্কোর করে ১ম ও মোসাম্মৎ সুমি আক্তার (বিকেএসপি) ৩৭৫ স্কোর করে ২য় ৩য় হন। 

অনূর্ধ্ব-১৫ (ইয়াংস্টার) ক্যাটাগরিতে রিকার্ভ ইভেন্টে ৪০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে বালকদের মধ্যে মো: হুজাইফা (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৬৪৬ স্কোর করে ১ম, আহনাফ সাকিব (বিকেএসপি) ৫৯৬ স্কোর করে ২য় ও হরি ভাশন চাকমা (বিকেএসপি) ৫৭৬ স্কোর করে ৩য় হন। একই ক্যাটাগরিতে বালিকাদের মধ্যে আমেনা পারভিন তিশা (বিকেএসপি) ৬০৪ স্কোর করে ১ম, সুমাইয়া সুলতানা বিথী (বিকেএসপি) ৫৬৬ স্কোর করে ২য় ও মোসাম্মৎ শিলা আক্তার (বিকেএসপি) ৪২৫ স্কোর করে ৩য় হন।

এজেড/এটি/এনইউ