এক সময় বাস্কেটবল ছিল অত্যন্ত জনপ্রিয় খেলা। কালের বিবর্তনে বাংলাদেশে বাস্কেটবলের সেই সুদিন নেই। ধানমন্ডির বাস্কেটবল কোর্টও জীর্ণশীর্ণ। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই খেলাটি।

বাস্কেটবল ফেডারেশন কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু জাতীয় অনূর্ধ্ব ১৮ পুরুষ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামে আয়োজন করছে। চট্টগ্রাম আয়োজন করার কারণ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেন, ‘সভাপতির (মোস্তফা জালাল মহিউদ্দিন) উদ্যোগেই মূলত চট্টগ্রামে আয়োজন করছি। এতে আমাদের খেলাটির প্রসার জেলা পর্যায়েও ছড়াবে। পাশাপাশি এখানে কোর্টও ভালো।’ দেশের অন্যতম অভিজাত ক্লাব চট্টগ্রাম ক্লাবের বাস্কেটবল কোর্টে হচ্ছে বঙ্গবন্ধু অ-১৮ চ্যাম্পিয়নশিপ।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বয়েজ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে জিতেছে চট্টগ্রাম, বিকেএসপি ও রাজশাহী। শুক্রবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম ৩০-১৬ পয়েন্টে দিনাজপুরকে হারায়। দ্বিতীয় খেলায় বিকেএসপি ৩৮-১৬ পয়েন্টে হারিয়েছে নরসিংদীকে। তৃতীয় ম্যাচে রাজশাহী ৪৬-২৯ পয়েন্টে যশোরকে হারায়।

চট্টগ্রামে আয়োজন করলেও অংশগ্রহণকারী দলের সংখ্যা পনেরোর কম। এত কম সংখ্যক দল হওয়ায় ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজেই হতাশ, ‘আমরা ফেডারেশনের পক্ষ থেকে টিএ/ডিএ সহ সকল সুবিধা দিচ্ছি। এরপরও যদি অংশগ্রহণ না করে তাহলে কিছু করার থাকে না।’ চার বছর পর পর নির্বাচন। নির্বাচনে ভোটাধিকার ঠিক রাখতে নামকওয়াস্তে চার বছরের মধ্যে দুই একটি টুর্নামেন্টে অংশ নেয় অনেক সংস্থা। বাস্কেটবলের মতো অনেক খেলাতেই এমন হয়। 

এজেড/এনইউ