শাকিলদের ড্রতে শ্রেষ্ঠত্বের হাতছানি রাকিব-জিয়ার পুলিশের সামনে
প্রিমিয়ার বিভাগ দাবার দশম রাউন্ড শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ১৯ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে। আগামীকাল শেষ রাউন্ডে পুলিশের প্রতিপক্ষ বাংলাদেশ বিমান। পুলিশ বিমানের বিপক্ষে ড্র করলেই পুনরায় প্রিমিয়ার দাবায় চ্যাম্পিয়ন হবে। আর বাংলাদেশ বিমানকে শিরোপা জিততে হলে জয়ের বিকল্প নেই। কাল বিমানকে শুধু জিতলেই হবে না, ৪-০ গেম পয়েন্ট ব্যবধানে জিততে হবে। ফলে কাল হারলেও গেম পয়েন্টের ব্যবধানে পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।
আজ দশম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি. গুকেশ, ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগাসি অর্জুন ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর, শফিক আহমেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়াকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিবকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমান নবম রাউন্ডের মতো দশম রাউন্ডেও পয়েন্ট হারিয়েছে। আজ শাহিন চেস ক্লাবের সাথে ২-২ গেম পয়েন্টে ড্র করে। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় গ্র্যান্ড মাস্টার পৌরনিক ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ যথাক্রমে শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরন, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য মিত্তাল, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনভ ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর সাথে ড্র করেন।
সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের ইরানী গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়া, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভ্যালি ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২-২ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সাথে ড্র করে। লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ও অনত চৌধুরীকে পরাজিত করেন। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ভারতীয় গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্ত ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়নান যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন।
ম্যানহা’স ক্যাসেল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে তিতাস ক্লাবের সাথে ড্র করে। তিতাস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মা যথাক্রমে ম্যানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও জাবেদ আল আজাদকে পরাজিত করেন।
ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতকুটি ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মেনডোনকা লিয়ন লুকে যথাক্রমে তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ও ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলামকে পরাজিত করেন।
আগামীকাল সন্ধ্যায় প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন।
এজেড/এনইউ