প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ১১ খেলায় ২০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে দলটি। আজ শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিমান দলের সাথে ২-২ গেম পয়েন্টে ড্র করে, তাতেই নিশ্চিত হয়ে যায় শিরোপাজয়।

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এটি বাংলাদেশ পুলিশের হ্যাটট্রিক শিরোপা জয়। পুলিশের আগে দাবায় প্রিমিয়ারে এই কৃতিত্ব ছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের। ২০১১-১৩ এই সময়ে মোহামেডান টানা তিন বার চ্যাম্পিয়ন হয়েছিল।

সাইফ স্পোর্টিং ক্লাব রানার্স-আপ ও বাংলাদেশ বিমান তৃতীয় স্থান লাভ করে। সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ বিমান উভয়েই ১১ খেলায় ১৮ পয়েন্ট করে অর্জন করে। সাইফ স্পোর্টিং ক্লাব ৩১ গেম পয়েন্ট নিয়ে রানার্স-আপ ও বাংলাদেশ বিমান ২৮ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে।

বাংলাদেশ নৌবাহিনী ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি প্রথম বিভাগে নেমে গেছে।  চ্যাম্পিয়ন সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও রানার্স-আপ পল্লী সঞ্চয় ব্যাংক প্রিমিয়ার ডিভিশনের উন্নীত হয়েছে এবং বসির মেমোরিয়াল চেস ক্লাব ও অগ্রণী ব্যাংক দাবা দল দ্বিতীয় বিভাগে নেমে গেছে।  

প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন দল বাংলাদেশ পুলিশকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা, রানার্স-আপ সাইফ স্পের্টিং ক্লাবকে পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় বাংলাদেশ বিমান পঞ্চাশ হাজার টাকা, ট্রফি ও মেডেল দেয়া হয়। প্রথম বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন সুলতানা কামাল স্মৃতি পাঠাগার পঞ্চাশ হাজার, রানার্স-আপ পল্লী সঞ্চয় ব্যাংক ত্রিশ হাজার, তৃতীয় ঢাকা চেস ক্লাব বিশ হাজার টাকা অর্থ, ট্রফি ও মেডেল পুরস্কার লাভ করে। বোর্ড পুরস্কার হিসেবে প্রিমিয়ার ডিভিশনে প্রতিটি বোর্ডে সেরা খেলোয়াড়কে দশ হাজার টাকা অর্থ এবং প্রথম বিভাগে প্রতিটি বোর্ডে সেরা খেলোয়াড়কে পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

আজ রোববার রাতে রাজধানীর এক হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও আবুল খায়ের গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শহিদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম সহ আরো অনেকে।
 

রোল অব অনার
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ
২০১১-ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব  
২০১২-ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব 
২০১৩-ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড
২০১৪- বাংলাদেশ নৌবাহিনী 
২০১৫-শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব
২০১৬-সাইফ স্পোর্টিং ক্লাব 
২০১৭-বেঙ্গল চেস ক্লাব লিঃ 
২০১৮-সাইফ স্পোর্টিং ক্লাব 
২০১৯-বাংলাদেশ পুলিশ 
২০২০-বাংলাদেশ পুলিশ 
২০২১- বাংলাদেশ পুলিশ 

এজেড/এনইউ