সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের চ্যাম্পিয়ন হতে প্রয়োজন মাত্র এক পয়েন্ট। তিন ম্যাচে তাদের পয়েন্ট নয়। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে ভারত। আজ (সোমবার) ভারত তাদের তৃতীয় ম্যাচে নেপালকে ৫-১ গোলে হারিয়েছে। এই জয়ে ভারত খুবই স্বস্তিদায়ক অবস্থানে। তাদের পয়েন্ট নয় ও গোল ব্যবধান ১২। 

বাংলাদেশের পয়েন্ট মাত্র তিন ও গোল ব্যবধান এক। বাংলাদেশের ভারতের সমান নয় পয়েন্ট করতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। শুধু জিতলেই হবে গোল ব্যবধানের হিসাবও রাখতে হবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট তিন। টুর্নামেন্টের তৃতীয় দল নেপাল তিন ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ। ২৩ মার্চ বাংলাদেশের বিপক্ষে নেপালের জন্য ম্যাচটি নিয়মরক্ষার।
 
গত ডিসেম্বরে বাংলাদেশ সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। গ্রুপে ও ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল। ভারত মাস তিনেক পর সাফ অ-১৮ তে একই স্কোরলাইনে বাংলাদেশকে হারিয়ে এখন শিরোপার অপেক্ষায়। বাংলাদেশ এই ম্যাচটি হেরে টুর্নামেন্টে ব্যাকফুটে পড়েছে।

এজেড/এমএইচ