উইকেটের উচ্ছ্বাস বাংলাদেশের/ছবি: বিসিবি

আগের টেস্টের দুঃস্বপ্ন, একাদশ নিয়ে সমালোচনা, নিজেদের সামর্থ্য নিয়ে সংশয়। সবকিছুর জবাব দেওয়ার মঞ্চ হিসেবে মিরপুর টেস্টে উইন্ডিজদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চলমান এ টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

হতাশা সঙ্গী করেই দিন শেষ বাংলাদেশের

ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা নিজেদের দখলে রেখেছিল উইন্ডিজ। দ্বিতীয় সেশন টাইগারদের। আগের ১ উইকেটের সঙ্গে এই সেশনে আরও ৩ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। তবে শেষ বিকেলে বাংলাদেশকে দলকে হতাশায় পোড়াল উইন্ডিজ। অপরাজিত বোনারের ৭৪ ও জশুয়ার ২২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।

উইন্ডিজ ২২৩-৫

ব্ল্যাকউডের উইকেট গেল তাইজুলের দখলে

এনক্রুমাহ বোনারের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে অস্বস্তি বাড়াচ্ছিলেন জার্মেইন ব্ল্যাকউড। তবে তাকে খুব বেশিক্ষণ কাজটা করতে দিলেন না তাইজুল। তার ফুলার লেন্থের বলে সামনে এগিয়ে রক্ষণ করতে গিয়ে ব্যর্থ হন ক্যারিবীয় ব্যাটসম্যান, ফিরতি ক্যাচ জমা পড়ে তাইজুলের তালুতে। ২৮ রানে ফেরেন ব্ল্যাকউড।

উইন্ডিজ ১৭৮-৫

স্বস্তি নিয়ে বাংলাদেশ চা বিরতিতে

প্রথম সেশনটা কেটেছে একেবারেই হতাশায়। উইন্ডিজদের এক উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ, তারা করেছিল ৮৫ রান। দ্বিতীয় সেশনে কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ। দুই পেসার রাহী ও সৌম্য মিলে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের তিন উইকেট। ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান নিয়ে চা বিরতিতে গিয়েছে সফরকারীরা।

সেই মেয়ার্সকে ফেরালেন রাহী

আগের ইনিংসে অপরাজিত দ্বিশতক করা কাইল মেয়ার্সকে নিয়ে শঙ্কা ছিল দ্বিতীয় টেস্টে। অন্তত প্রথম ইনিংসে সে শঙ্কা থেকে বাংলাদেশকে মুক্ত করলেন আবু জায়েদ রাহী। তার অফ স্ট্যাম্পের বাইরে করা আউটসুইঙ্গারে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়লেন আগের ম্যাচের নায়ক মেয়ার্স।

উইন্ডিজ ১১৬-৪

অলরাউন্ডার সৌম্যের আঘাতে ফিরলেন উইন্ডিজ অধিনায়ক

সৌম্য সরকারের অফ স্ট্যাম্পের অনেক বাইরে করা বল তাড়া করতে গিয়ে স্লিপে থাকা শান্তর তালুবন্দি হলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যক্তিগত ৪৭ রানে ফিরছেন তিনি।

উইন্ডিজ ১০৪-৩

রাহীর শিকার হয়ে মোসেলের বিদায়

আবু জায়েদ রাহী বলটা করেছিলেন অফস্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে। সেটা তাড়া করতে গিয়েই ভুলটা করে বসলেন শেইন মোসেলে। বল ছুঁয়ে গেল ব্যাটের নিচের কোণা, দিক বদলে আঘাত হানলো স্ট্যাম্পে।

উইন্ডিজ ৮৭-২

হতাশায় কাটল প্রথম সেশন

আগের টেস্টটা যে ব্যর্থতার গণ্ডিতে শেষ করেছিল বাংলাদেশ, দ্বিতীয় টেস্টের শুরুটাও হলো সেখান থেকেই। তাইজুলের কল্যাণে একটা উইকেট এলো বটে, কিন্তু তার আগের-পরের নখদন্তহীন বোলিংয়ে সেশনটা হতাশাতেই কাটল বাংলাদেশের।

উইন্ডিজ ৮৪-১

অবশেষে সফলতা এনে দিলেন তাইজুল

ফুলার লেন্থের বলটা সুইপ করে স্কয়ার লেগে পাঠাতে চেয়েছিলেন জন ক্যাম্পবেল। ব্যাটে বলে হলো না, এলবিডব্লিউর আবেদনে সাড়া আম্পায়ারের। সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউটাও গচ্চা গেল উইন্ডিজের। প্রথম দেড় ঘণ্টা উইকেটশূন্য থাকার পর অবশেষে সফলতা এলো বাংলাদেশের।

উইন্ডিজ ৬৬-১

এক পরিবর্তন উইন্ডিজে

আগের ম্যাচে জয় পাওয়া উইন্ডিজদের একাদশেও এসেছে এক পরিবর্তন। পেসার কেমার রোচের জায়গায় খেলবেন আলজারি জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলি, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাল মায়ারস, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

সাকিব-সাদমানের সঙ্গে নেই মুস্তাফিজও!

ম্যাচের আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। একাদশে তাই দুই পরিবর্তন ছিল অনুমিতই। সঙ্গে পেসার মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় একাদশে পরিবর্তন হয়েছে তিনটি। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার ও আবু জায়েদ চৌধুরী রাহী।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আগের টেস্টের দুঃস্বপ্ন, একাদশ নিয়ে সমালোচনা, নিজেদের সামর্থ্য নিয়ে সংশয়। সবকিছুর জবাব দেওয়া হয়ে যাবে যদি দ্বিতীয় টেস্টটা জেতা যায়। তারই মঞ্চ হিসেবে মিরপুর টেস্টে উইন্ডিজদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে অধিনায়ক মুমিনুল হকের দল।